নগদ একাউন্ট দেখার নিয়ম: নগদ একাউন্ট দেখার জন্য কখনও আমরা নিজে নিজে দেখে থাকি, কখনও বা অন্য কারোও দিয়ে দেখে থাকি ৷ তবে নিজে যদি নগদ একাউন্ট দেখার প্রক্রিয়াটি জানা থাকে, তখন যেকোনো সময় ব্যালেন্স চেকসহ যাবতীয় লেনদেন নিজে নিজে সম্পন্ন করা যায় ৷ সেক্ষেত্রে আর অন্যজনের প্রয়োজন পড়ে না ৷ রিক্সও কম থাকে ৷
প্রিয় বন্ধুরা, কিভাবে খুব সহজে আপনার নগদ একাউন্টটি নিজে নিজে চেক করবেন, সে সম্পর্কে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখানো হয়েছে ৷ ধৈর্য্য ধরে আর্টিকেলটি পড়ুন আর নিজে নিজের একাউন্ট পরিচালনা করুন ৷
নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Account Dekhar Niyom
নগদ একাউন্ট চেক দুইভাবে করা যায় ৷ যথাঃ
- নগদ কোড নাম্বার এর মাধ্যমে ৷
- নগদ অ্যাপস এর মাধ্যমে ৷
নগদ কোড নাম্বার এর মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম:
যখন আমাদের হাতে এন্ড্রয়েড ফোন থাকেনা এবং আমরা নগদ অ্যাপস ইউজ করতে পারি না, সেক্ষেত্রে আমরা নগদ কোড নাম্বার এর মাধ্যমে নগদ একাউন্ট চেক করে থাকি ৷ তাছাড়াও নগদ অ্যাপস ব্যাবহারের ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন পড়ে ৷
নগদ কোড নাম্বার এর মাধ্যমে আপনি নরমাল বা বাটন মোবাইলে এবং এন্ড্রয়েড ফোন উভয় ক্ষেত্রে ইন্টারনেট ছাড়া নগদ একাউন্ট চেক করতে পারবেন ৷
এখন কথা হলো কিভাবে কোডের মাধ্যমে নগদ একাউন্ট চেক করবেন ৷ নগদ একাউন্ট করা সিমটি যদি আপনার ডিভাইসে থাকে এবং পিন কোন জানা থাকে, তাহলে সহজে ডায়াল কোডের মাধ্যমে নগদ একাউন্ট দেখা যায় ৷ আসুন দেখা যাক নিয়মটিঃ
নগদ এর ডায়াল কোড নাম্বার — *১৬৭#
এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার নগদ একাউন্টে প্রবেশ করতে পারবেন ৷
প্রথমে মোবাইলের ডায়াল পেড এ গিয়ে কোডটি উঠিয়ে আপনার যে সিমে নগদ খোলা ঐ সিমটি সিলেক্ট করে ডায়াল করতে হবে ৷
ডায়াল করার পর আপনার সামনে একটি ইন্টারপেজ সো হবে, যেখানে উল্লেখ আছে,
- Cash Out—টাকা একাউন্ট থেকে উঠানোর জন্য এই ক্যাশআউট অপশনটি ব্যবহার করতে হবে ৷
- Send Money— টাকা এখান থেকে অন্য কোথাও পাঠানোর জন্য এই সেন্ড মানি অপশনটি ব্যবহার করতে হবে ৷
- Mobile Recharge— সিমে টাকা রিচার্জ করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন ৷
- Payment— কোথাও পেমেন্ট করার জন্য এই অপশনটি ৷
- Bill Pay— বিল পরিশোধ করার জন্য ব্যবহার করা হয় ৷
- EMI Payment—
- My Nagad— আপনার যদি নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার প্রয়োজন পড়ে, তাহলে এই অপশনটি সিলেক্ট করতে পারেন ৷ নিচে ছবির মতো 7 সিলেক্ট করে সেন্ড করলে আরেকটি ইন্টারপেজ আসবে, যেখানে বলা হয়েছে ১নং এ Balance Enquiry. এখানে 1 সিলেক্ট করে সেন্ড করলে আবার একটি ইন্টারপেজ সো করবে, যেখানে বলা হয়েছে ইন্টার পিন(Inter Pin) ৷ এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে সেন্ড করলে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন ৷ সর্বশেষ যে অপশনটি থাকবে সেটি হলো পিন(PIN Reset). পিন নাম্বার পরিবর্তন করার জন্য অপশন ব্যবহার করতে হয় ৷
১ম—কোড ডায়াল করার পর নগদ একাউন্টঃ
২য়—একাউন্ট ব্যালেন্স চেকঃ
নগদ অ্যাপস এর মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম:
নগদ অ্যাপস এর মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ে নগদ একাউন্ট দেখতে পারবেন ৷ সেক্ষেত্রে আপনাদের নগদ অ্যাপসটি মোবাইলে ইনস্টল থাকতে হবে ৷ ইনস্টল করার জন্য প্লেস্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড দিতে হবে ৷ ডাউনলোড হওয়ার পর নাম্বার ও পিন দিয়ে নগদ একাউন্টে প্রবেশ করা যাবে ৷ প্রবেশ করার পর আপনে নগদ একাউন্টের সকল ফিচারগুলো দেখতে ও ব্যবহার করতে পারবেন খুব কম সময়ে ৷
সর্বশেষঃ প্রিয় ভিউয়ার, আশা করি এতোক্ষনে নগদ একাউন্ট দেখার নিয়ম বা পদ্ধতি বুজতে পারছেন ৷ নগদ একাউন্ট নিরাপদ রাখার জন্য নিজের একাউন্ট নিজে পরিচালনা করাই উত্তম ৷ তাছাড়া নগদ একাউন্টের পিন নাম্বার এবং ও.টি.পি কোড অপরকে শেয়ার করা থাকে বিরত থাকবেন ৷ আর্টিকেলটি বুজতে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন এবং নগদ একাউন্ট বিষয়ক কোনো প্রশ্ন থাকলে তাদের হেল্প লাইন নাম্বার(16167 or 096 096 16167) যোগাযোগ করবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷
জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও সাথে উত্তরঃ
-
নগদ একাউন্ট দেখার কোড কত?
উত্তরঃ নগদ একাউন্ট দেখার কোড নাম্বার হলো— *১৬৭# . মোবাইলের ডায়াল পেডে এই কোড ডায়াল করে নগদ একাউন্টে প্রবেশ করতে পারবেন ৷
-
নগদ একাউন্টের হেল্প লাইন নাম্বার কত?
উত্তরঃ নগদ একাউন্টের হেল্প লাইন নাম্বার হলো 16167 or 096 096 16167 . যে সিমে নগদ একাউন্ট করা, ঐসিম দিয়ে এই নাম্বারে কল দিতে পারেন ৷ একাউন্ট সম্পর্কে কোন প্রশ্ন বা সমস্যা দেখা দিলে সরাসরি নাম্বারে কল দিতে পারেন ৷
-
একটি আইডি কার্ড দিয়ে কয়টি নগদ একাউন্ট খোলা যায়?
উত্তরঃ একটি আইডি কার্ড দিয়ে একটি নগদ একাউন্ট খোলা যায় ৷ একটি আইডি কার্ড দিয়ে একাধিক নগদ একাউন্ট করা যায় না ৷