adhunik goru rochona somogro book by Mohiuddin Mohammod pdf download from Movitai.
আধুনিক গরু রচনা সমগ্র pdf download
বইঃ | আধুনিক গরু রচনা সমগ্র |
লেখকঃ | মহিউদ্দিন মোহাম্মদ |
প্রকাশনীঃ | জ্ঞানকোষ প্রকাশনী |
ক্রয়করুনঃ | BUY NOW (রকমারি) |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | বিবিধ বিষয়ক বই PDF |
Also Link: সিক্রেট অব জায়োনিজম PDF
আধুনিক গরু রচনা সমগ্র মহিউদ্দিন মোহাম্মদ pdf download
আমার ধারণা , মানুষ বুদ্ধিমান— এটি রটেছে তার খুনের দক্ষতার জন্যে । মানুষের যে – প্রজাতিটি এখনো টিকে আছে , তা টিকে আছে মূলত খুন করে । গরু – ছাগল ছাড়াও সে খুন করেছে তার নিজের আরো পাঁচটি ( কারও কারও মতে দশটি ) প্রজাতিকে । আগামীকাল যদি বাঘ ব্যাপকহারে মানুষ খুনের দক্ষতা অর্জন করে , তাহলে পরশু থেকে বাঘকেই বলা হবে সর্বাপেক্ষা বুদ্ধিমান প্রাণী । এক বাঘ আরেক বাঘকে বলবে : সৃষ্টির সেরা জীব বাঘ ।
জাপানে যদি ওই বোমাগুলো না পড়তো , তাহলে আমেরিকানদের বুদ্ধি নিয়ে আমাদের সন্দেহ থাকতো । দু – দুটি বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা না থাকলে , ইউরোপীয়দেরও আমরা নির্বোধ ভাবতাম । কলম্বাস আমেরিকায় পৌঁছে যদি ওই খুনগুলি না করতেন , তাহলে তিনি অবিস্মরণীয় হয়ে থাকতেন না । ইতিহাস যে এতো রাজা – বাদশার নাম মনে রেখেছে তার কারণও খুন । কালিগুলার কথাই ধরা যাক ।
কালিগুলার আসল নাম ছিলো গাইয়াস সিজার । তবে সিজার উপাধিতে যেহেতু আরো সম্রাট ছিলেন , তাই তিনি নাম ধারণ করেছিলেন ‘ কালিগুলা ‘ । তাঁর নামের অর্থ ‘ ছোটো জুতো ’ হলেও , তার মাথা ছিলো বড়ো জুতোর সমান । কালিগুলা কি বুদ্ধিমান ছিলেন ?
আধুনিক গরু রচনা সমগ্র বই pdf download
একজন লেখক বুদ্ধিমান কি না , তা তার লেখা পড়ে অনুমান করা গেলেও , কোনো রাজার বুদ্ধি নিরূপণ করার জন্য আমাকে হিসেব করতে হবে তার দ্বারা সংঘটিত মোট খুনের সংখ্যা । দেখতে হবে খুনি হিশেবে ওই রাজার সুনাম কেমন ছিলো । যদি শোনা যায় , রাজা খুব দয়ালু ছিলেন , খুন – খারাবি তেমন করতে পারেননি , তাহলে বুঝতে হবে রাজা হিশেবে তিনি নির্বোধ ছিলেন । সে অর্থে কালিগুলাকে আমার বুদ্ধিমানই মনে হয় , কারণ মানুষ খুনে তিনি পিছিয়ে ছিলেন না ।
ট্রাম্পকে নির্বোধ বলা হয় কেন ? কারণ তিনি চার বছরেও একটি যুদ্ধ বাঁধাতে পারেননি । উল্টো ইরাক ও আফগানিস্তান থেকে বন্দুক প্রত্যাহার করেছেন । এ জন্য ট্রাম্পের চেয়ে আমরা হিলারি এবং ওবামাকেই বেশি বুদ্ধিমান মনে করি । ট্রাম্প যদি হোয়াইট হাউসে ঢুকেই পূর্ব দিকে কয়েকটি মিসাইল ছুড়তেন , এবং হত্যা করতেন কয়েক লাখ মানুষকে , তাহলে তাকে নিয়ে সব হাসি – ঠাট্টা থেমে যেতো ।
কয়েকটি ইরাক আর দুয়েকটি লিবিয়া উপহার দিলে , ফেসবুকে ট্রাম্পের ওই কার্টুনগুলো আর দেখা যেতো না । ট্রাম্প এমনই নির্বোধ , তিনি একজন মার্কিন নাগরিককে জেল পর্যন্ত খাটাতে পারেননি । পুবের বানর – রাজারা তাঁর এ বোকামি দেখে বিস্মিত হয়েছেন । তারা রোজ কতো বানরকে ধরে খাঁচায় পুরেন , তা ভেবে ট্রাম্পের প্রতি তারা খুব করুণা অনুভব করেন ।..বই থেকে সংগ্রিত
Download Now adhunik goru rochona somogro book pdf
[su_button background=”#dc0923″ wide=”yes” center=”yes” icon=”icon: download” icon_color=”#3df037″ desc=”ডাউনলোড করুন”]আধুনিক গরু রচনা সমগ্র বই PDF[/su_button]
FAQ
1 বইটির লেখক?
মহিউদ্দিন মোহাম্মদ
2. বইটির প্রকাশনী?
জ্ঞানকোষ প্রকাশনী