AI বাংলা টেক্সট টু ভয়েস | Text to Speech Bangla Voice Generator

5/5 - (1 vote)

Ai Text to Speech Bangla Voice Generator: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Ai) টুলসের মাধ্যমে কিভাবে খুব সহজে টেক্সট টু ভয়েজ তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস এ টু যেট আলোচনা করা হয়েছে ৷ টেক বিষয়ক আরও মজার মজার টিউটরিয়া পেতে আমাদের সাথেই থাকুন ৷

AI বাংলা টেক্সট টু ভয়েস | Text to Speech Bangla

AI বাংলা টেক্সট টু ভয়েস | Text to Speech Bangla Voice Generator

আমরা যারা ভিডিও তৈরি করি বা করতে চাই, তাদের অন্যতম একটি সমস্যা ফেইস এবং ভয়েজ ৷ অনেকে আছেন যারা নিজের ভয়েজ দিয়ে ভিডিও করতে দ্বিধাদন্ডে থাকেন ৷ অর্থাৎ ক্যামেরার সামনে ভয়েজ দিয়ে ভিডিও করতে আনইজি ফিল করেন ৷

তাদের জন্য আজকের পোষ্ট ৷ আপনারা এই কঠিন কাজটি ইচ্ছা করলে খুব সহজে করতে পারেন অনলাইন টুলসের মাধ্যমে ৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এ কাজটি সমৎকারভাবে করতে পারেন ৷

এই মাধ্যমে HD কোয়ালিতে আপনার দেওয়া বাংলা টেক্সট থেকে ভয়েজ করে দিবে খুব অল্প সময়ে ৷ ফ্রিতে এ কাজটি করতে পারেন ৷ আমরা যারা ভিডিও তেরি করে ইউটিউবে বা ফেইসবুকে ভিডিও দিতে চাই, তারা ভয়েজ ওভারের জন্য ভিডিও তৈরি করতে পারি না ৷

1. Clipchamp- Text to Speech Bangla

অনলাইনে টেক্সট টু ভয়েজ জেনারেট করার জন্য যতোগুলো এআই(Ai) টুলস রয়েছে, তাদের মধ্যে ক্লিপচামপ(Clipchamp) অন্যতম ৷ এই টুলসের মাধ্যমে খুব সহজে বাংলা টেক্সট টু ভয়েজ জেনারেট করতে পারেন ৷

এক্ষেত্রে আপনার অবশ্যই একটি কম্পিউটার বা লেপ্টপ থাকতে হবে ৷ কেননা, এই টুলসটি আপনি মোবাইলে ইউজ করতে পারবেন না ৷ পিসিতে আপনি এখানে ফ্রিতে অনেকগুলো ফিচার ব্যবহার করতে পারেন ৷ অনলাইন টুলস ছাড়াও পিসিতে এপসের মাধ্যমে আরো সহজে ইউজ করতে পারবেন ৷ এক্ষেত্রে এপসটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করুন ৷

Clipchamp Text to Speech Bangla

Clipchamp ব্যবহার করার জন্য এখানে প্রথমে একটি একাউন্ট করে নিতে হবে ৷ একাউন্ট করা খুব সহজ ৷ একটি জিমেল ব্রাউজারে লগিন থাকতে হবে ৷ একাউন্ট করার জন্য Try for free বা Signup ক্লিক করলে আপনার লগিন করা জিমেল আসবে ৷ জিমেলে ক্লিক করে খুব সহজে একাউন্টে প্রবেশ করতে পারেন ৷

এখন আমাদের কাজ হলো টেক্সট টু ভয়েজ কভার্ট করা ৷ তাই প্রথমে বাম পাশে হোমে ক্লিক করতে হবে ৷ ক্লিক করলে ক্রিয়েট এ নিউ ভিডিও(Create a new video) অপশন আসবে সেখানে ক্লিক করতে হবে ৷ তারপর নিচে টেক্সট টু স্পেস(Text to Speech) ক্লিক করুন ৷ পরে একটি ইন্টারপেজ আসবে ৷ সেখানে ছবিতে দেখানো অনুযায়ী আপনার বাংলা টেক্সটি বসিয়ে অডিওটি তৈরি করে নিন ৷ তৈরি করার পর ইচ্ছা করলে প্রিভিতে আপনার ভয়েজটি শুনতে পারেন ৷ এখন ভিডিও আকারে ভয়েজটি ডাউনলোড করে পরে ভিডিও থেকে অডিওটি কনভার্ট করে নিন ৷

Clipchamp Text to Speech Bangla

এভাবে Clipchamp দিয়ে খুব সহজে বাংলা টেক্সট টু ভয়েস ( Text to Speech Bangla Voice) তৈরি করতে৷ পারেন ৷

Clipchamp Features:

Clipchamp কি কি ফিচার রয়েছে? আসুন যেনে নেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Ai) দিয়ে আর কি কি কাজ অনলাইনে সহজে করতে পারেন ৷

  • Video Editor : আপনার তৈরিকৃত ভিডিও আরও সুন্দর করে ইডিট করতে এটি ব্যবহার করতে পারেন ৷
  • Text to speech : টেক্সট টু বয়েজ এআই(Ai) টুলসের মাধ্যমে জেনারেট করতে পারেন ৷
  • Green screen : গ্রীন স্কিনের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন ৷
  • Video overlay : ভিডিও ওভারলে করতে পারবেন ৷
  • Trim video : ভিডিও ট্রিম করতে পারবেন ৷
  • GIF maker : জিআইএফ এনিমেশন ইমেজ তৈরি করা যায় ৷
  • Video cropper : সহজে ভিডিওর যেকোনো অংশ ক্রোপ করা যায় ৷৷
  • Video resizer : ভিডিও রিসাইজ করার জন্য এ অপশনটি ব্যবহার করতে পারেন ৷
  • AI video editing : AI দিয়ে এখানে সহজে একটি ভিডিও তৈরি করে নিতে পারেন ৷
  • Subtitle Generator : যেকোনো ভাষার সাবটাইটেল তৈরি করার জন্য এটি ব্যবহার করতে পারেন ৷

2. LOVO AI- Text to Speech Bangla

Lovo Ai টুলসের মাধ্যমেও খুব সহজে বাংলা টেক্সট থেকে ভয়েজ কনভার্ট করতে পারেন ৷ এক্ষেত্রে মোবাইল, পিসি উভয় দিয়ে ভয়েজ তৈরি করতে পারবেন ৷ তবে মোবাইল দিয়ে করলে ব্রাউজার প্রথমে পিসি মোডে নিতে হবে ৷ তারপর আপনার জিমেল দিয়ে সহজে একটি লোভো একাউন্ট তৈরি করে নিন ৷

LOVO AI- Text to Speech Bangla

যেভাবে লোভোতে টেক্সট টু ভয়েজ তৈরি করবেন সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখুনঃ

  • Start now for free/ Sign Up : প্রথমে জিমেল দিয়ে একটি একাউন্ট তৈরি করে নিন ৷ একাউন্ট তৈরি করার আগে অবশ্যই মোবাইলে হলে পিসি মোড করে নিবেন ৷ আর পিসিতে হলেতো সুবিধা অনেক ৷
  • New Project : একাউন্ট তৈরি করার পর নিউ প্রজেক্টে এ ক্লিক করে একটি প্রজেক্ট তৈরি করুন ৷ তারপর ভিডিও বা অডিও কোনটি চান সেটি সিলেক্ট করুন ৷ এবং সিম্পল মোডে একটি প্রজেক্ট ক্রিয়েট করুন ৷
  • Setting: হিউম্যান আইকোনে ক্লিক করে আপনার জেন্ডার, দেশ, ভাষা, স্পীড সিলেক্ট করুন ৷
  • Text : তারপর টেক্সট বক্সে আপনার কাংক্ষিত বাংলা টেক্সটগুলো বসিয়ে ভয়েজ ওভার শুনুন ৷

এভাবে Lovo Ai দিয়ে বাংলা ভাষায় চমৎকার ভয়েজ তৈরি করে নিন ৷

সারসংক্ষেপঃ আশা করি আজকের আর্টিকেল থেকে Text to Speech Bangla তৈরি করার সহজ প্রদ্ধতিগুলো শিখতে পারছেন ৷ কোথাও যদি বুজতে অসুবিধা হয় আমাদের অবশ্যই বলবেন ৷ এই সাইট থেকে টেক বিষয়ক সকল টিউটরিয়াল সহজ ভাষায় পেয়ে যাবেন ৷ আর কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই বলবেন ৷ ধন্যবাদ ৷