jol mishe jay jole by Shanjana Alom Book pdf download from Movitai.
জল মিশে যায় জলে Pdf Download

বইঃ | জল মিশে যায় জলে |
লেখকঃ | শানজানা আলম |
প্রকাশনীঃ | অন্যপ্রকাশ |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
ক্যাটাগরিঃ | সমকালীন উপন্যাস বই PDF |
Link: সকল সমকালীন উপন্যাস বই PDF
শানজানা আলম বই pdf download
শানজানা আলম এর আরও কিছু জনপ্রিয় বইঃ
1.আমি তোমাকেই বলে দেবো PDF
2. রূপকথা নয় PDF
3. নিশীথ রাতের বাদল ধারা PDF
4. শঙ্খচিল PDF
5. চন্দ্রাহত PDF
6. এলাচিফুল PDF
Link: আলমপানাহ্-মোস্তাক শরীফ PDF
জল মিশে যায় জলে উপন্যাস pdf download
অনেকগুলো চরিত্রের সমন্বয়ে সমাজের ভিন্ন দুই শ্রেণির মানুষের জীবনযাত্রা নিয়ে লেখা উপন্যাস ” জল মিশে যায় জলে ” ।উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণি যেমনই হোক না কেন কিছু কিছু জায়গায় সবাই এক । সবার মনে ভালোবাসার পাওয়ার এক অদ্ভুত আকুতি।তবে যার যার আলাদা পথ , আলাদা লড়াই । অনেকের মাঝে মিশে থেকেও সবাই একা ।
মিনু নিম্নমধ্যবিত্ত সমাজের প্রতিনিধি । যে বয়সে চোখে রঙীন স্বপ্ন থাকার কথা সে বয়সে কাঁধে তুলে নেয় সংসারের জোয়াল।এই সংসারটা আসলে কার ? এত পরিশ্রমের পরও আপনজনরা যখন বিশ্বাস ঘাতকতা করে এমন প্রশ্ন মনে আসাই স্বাভাবিক।এদের প্রতি ক্ষোভ নিয়ে একটু ভালোবাসা পাওয়ার আশায় , নিজের একটা ছোট্ট সংসারের স্বপ্ন দেখে প্রতারিত হয় মিনু।চরিত্রটার মাঝে সমাজের অনেক ভাগ্যবিবর্জিত মেয়ের ছবি ফুটে উঠেছে । আজন্ম ভালোবাসার কাঙাল মানুষগুলো জীবনের খাতায় হিসেব মেলাতে পারে না । তাই দিনশেষে জীবনের খাতায় থাকে বিরাট এক শূন্য।তবে গল্পের শেষে মিনুর জন্য কারো অপেক্ষা ওর সুন্দর আগামীর স্বপ্ন দেখায় ।
Link: অপেক্ষা-হূমাহূন আহমেদ PDF
শানজানা আলম এর বই pdf download
রীমা এক খামখেয়ালি মেয়ে।সুন্দরী , বুদ্ধিমতী , মেধাবী রীমা সুন্দর ভবিষ্যতের আশায় পরম আরাধ্য ভালোবাসাকে অবহেলা করে।যখন শুধরে নেবার সময় আসে তখন বড্ড দেরী হয়ে যায়।রীমা চরিত্রটা কিছুটা ক্ষ্যাপাটে , কিছুটা একগুয়ে , প্রচন্ড ইগো তার।সময় ও পারিপার্শ্বিকতা হয়তো তার অনুকূলে ছিল না।ক্যারিয়ারে সফল , স্বাবলম্বী হওয়ার পরও তার বুকে মরুভূমির শুষ্কতা।ওর জীবনেও তথাকথিত আপনজনদের ভূমিকা প্রশ্নবিদ্ধ । একটা সময় তার মনে হয় ” বাইরের পৃথিবী যে সাফল্যটা দেখতে পায় , তার বিপরীতে মনের মধ্যে তীব্র শূন্যতা তৈরী হয় । ” এ কথাগুলো অনেকের জন্যই প্রযোজ্য ।
ইমতিয়াজ চরিত্রকে কখনো মনে হয়েছে সংবেদনশীল আবার কখনো স্বার্থপর।সঙ্গীর মানসিক দুঃসময়ে সে যথাযথ সাপোর্ট দিতে পারেনি।জীবনে সফল হওয়ার ব্যস্ততায় মানসিকভাবে দূরে চলে গেছে সঙ্গীর কাছ থেকে । এতো গভীর ভালোবাসায় মাত্র কিছুদিনের দূরত্বে তৃতীয় ব্যক্তির আগমন তার ভালোবাসাকে প্রশ্নের সম্মুখীন করেছে । আমার মনে হয় সে রীমার কাছে যেমন অপরাধী তেমনি সমান অপরাধী তাবিয়ার কাছেও ।
Link: নিঃসঙ্গ নক্ষত্র -সাদাত হোসাইন PDF
জল মিশে যায় জলে বই pdf download
আমার চোখে আকর্ষণীয় চরিত্র জাহি।নিজের ভুলকে শুধরে নিয়ে তাকেই জীবনের সফলতায় পরিণত করেছে।সে বুঝতে পেরেছে হাল ছেড়ে দেয়ার মাঝে কোন কৃতিত্ব নেই।স্রোতের বিপরীতে লড়াই করে বুদ্ধি , ধৈর্য্য আর পরিশ্রম দিয়ে নিজেই নিজের পথ তৈরী করেছে । এখানেই সে মিনু আর রীমার চেয়ে এগিয়ে । রীমা অনেককিছু হারিয়ে বুঝতে পারে ” সংসার ধরে রাখার জিনিস , সহ্য করেও ধরে রাখতে হয় । ” অথচ ছোট্ট জাহি জীবনের শুরুতেই তা বুঝতে পারে । অল্পবয়সে মানুষ চিনতে ভুল করলেও সেই ভুল মানুষকে ঠিক পথে চালিত করতে পেরেছে মিনু যা পারেনি ।
আলাউদ্দীন চরিত্রটি সুন্দরভাবে শুরু করেছেন লেখিকা।কী চমৎকার ভাবে ধীরে ধীরে টোপ ফেলে সে মিনুকে গ্রাস করতে চেয়েছে । আর ভালোবাসার কাঙাল মিনুও তার ফাঁদে পা দিয়েছে।তবে চরিত্রটা মনে হয়েছে মাঝপথে হঠাৎ শেষ হয়ে গেল । তার পরিণতি দেখতে পেলে ভালো লাগতো । মুশুকে কিছুটা স্বার্থপর মনে হয়েছে । অবশ্য তার জীবনের জটিলতাগুলো সে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সমাধান করেছে ।
Also Link: মৌরি মরিয়ম এর সকল বই PDF
Download Now Jol mishe jay jole Book Pdf
FAQ
1. বইটির লেখক?
শানজানা আলম
2. বইটির প্রকাশনী?
অন্যপ্রকাশ
3 . বইটির পেজ সংখ্যা কত?
২৮৮ টি
4. বইটি কোন ক্যাটাগরির?
সমকালীন উপন্যাস
বইটির দাম কত?
রকমারিতে বইটির দাম ৪৫০ টাকা মাত্র ৷