nuruldiner sarajibon by syed shamsul haque books pdf download from Movitai.
নূরলদীনের সারাজীবন pdf download

বইঃ | নূরলদীনের সারাজীবন |
লেখকঃ | সৈয়দ শামসুল হক |
প্রকাশনীঃ | চারুলিপি প্রকাশন |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | নাটক বই PDF |
নুরুলদীনের সারাজীবন pdf download
নূরলদীনের সারাজীবন বুক রিভিউ
নূরলদীনের সারাজীবন সৈয়দ শামসুল হকের দ্বিতীয় কাব্যনাট্য । মাত্র চোদ্দ দৃশ্যের এ – নাটক কাব্য ও নাট্যগুণে অনন্য এক নাটক । কেউ কেউ বলেন যে , এটি তাঁর শ্রেষ্ঠ নাটক । একটি জনপদের ইতিহাস সংগঠিত করবার এই শিল্পসম্মত প্রয়াসকে কেবল উত্তর ঔপনিবেশিক চেতনা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব । ব্রিটিশের বিরুদ্ধে এদেশে কতরকম আন্দোলন যে সংগঠিত হয়েছিল তার সবটা এখনো আমাদের জানা নেই । বেঁচে থাকার সর্বশেষ গ্রাসটুকু যখন অনিশ্চিত হয়ে পড়ে ; সভ্যের বর্বর লোভ যখন দুর্দমনীয় হয়ে পড়ে তখন রুখে না দাঁড়ানোর কোনো উপায় থাকে না । আর এই প্রতিবাদকে ক্ষমতাসীন বিশেষ করে ঔপনিবেশিক শাসকরা দস্যুগিরি , বদমায়েশী উল্লেখ করে থাকে ।
ব্রিটিশের খাতায় লিপিবদ্ধ এমন একজন দস্যু নূরলদীনকে নিয়ে এই কাব্যনাট্যটি রচনা করেছেন সৈয়দ হক । নিম্নবর্গের ইতিহাস রচয়িতা রণজিৎ গুহ যেমন বলেন , ঔপনিবেশিক আমলের স্বাধীনতা সংগ্রামীদের চেনার অন্যতম উপায় হলো সরকারি খাতায় তাদের বদমায়েশ , দস্যু ও বম্বাটে হিসেবে উল্লেখ করা । নূরলদীনও ছিলেন তেমন একজন সায়ত্ত্ব স্বাধীনতা সংগ্রামী । নূরলদীন এ নাটকের মূল চরিত্র হলেও তার জীবন বর্ণনা এ নাটকের লক্ষ্য নয় । বরং সময়ের প্রয়োজনে সাধারণ মানুষের মধ্যে কিভাবে একজন নূরলদীন সংগঠিত হয় , আত্মপ্রকাশ করে লেখক তা ই দেখাতে চেয়েছেন ।
Also Link: নিষিদ্ধ লোবান-সৈয়দ শামসুল হক PDF
নুরুলদীনের সারাজীবন pdf download
এবং এই নাটকের পরিসমাপ্তি করেছেন , বাঙালির চিরন্তন মানবিক আবেদনের ভেতর । এই নাটকটি অনায়াসেই লেখক প্রমিত বাংলাভাষায় রচনা করতে পারতেন ; কিন্তু কাহিনীর গুরুত্ব তাতে শাহরিক রঙ্গমঞ্চের মধ্যেই সীমাবদ্ধ থাকতো । আমার মনে হয় , ভাষা , বিষয় এবং কাহিনীর বিস্তার বিবেচনা করলে সৈয়দ হকের অন্য কোনো রচনা নয় , না কবিতা না তার কথা সাহিত্য কেবল তার কাব্যনাট্যের অবস্থান হবে সামপ্রতিক সময়ে সর্বাধিক আলোড়িত সাহিত্যিক তত্ত্ব উত্তর ঔপনিবেশিক তথা প্রকৃত নিম্নবর্গের সাহিত্য – চেতনার ভেতর ।
এই নাটকে ইতিহাসের সঙ্গে লেখক তার অপরিসীম কল্পনাশক্তির প্রকাশ ঘটিয়েছেন । বাঙালি জীবনে শোষক ও শোষিতের ইতিহাস রচনা করেছেন । এই নাটকের সন্ধি বিভাগ , ঘটনা নির্বাচন , প্রারম্ভ , অনুক্রম ও চূড়ান্ত পরিণতি পরম দক্ষতার সঙ্গে উপস্থাপিত হয়েছে । এই নাটকের পরিকল্পনার ক্ষেত্রে লেখক কৃষিভিত্তিক সমাজের মূল আত্মাকে সংগঠিত করেছেন ।
Download Now nuruldiner sarajibon book pdf
1. নুরুলদীনের সারাজীবন কার লেখা?
সৈয়দ শামসুল হক
2. নুরুলদীনের সারাজীবন নাটকের পটভূমি কি?
কৃষক বিদ্রোহ
3. নুরুলদীনের সারাজীবন কোন ধরনের রচনা?
নাট্যগ্রন্থ