বাউল গান | বাংলা বাউল গান | বাউল গান ডাউনলোড | bangla baul gaan

Rate this post

সকল বাউল সাধকের লিষ্ট ও তাদের গান থাকছে আজকে৷ এরকম সকল অডিও, ভিডিও ও মুভি কালেকশন পেতে আমাদে মুভিটাই সম্পূর্ণ ঘুরে আসুন৷

বাউল গান | বাংলা বাউল গান

বাউল গান বাঙালির সাংস্কৃতিক জীবনে উজ্জ্বল এক সঙ্গীত ধারা । বাউল গান বাংলা সাহিত্য ও সঙ্গীতে একটা স্বতন্ত্র আসন অধিকার করে আছে । বাংলার আকাশ – বাতাস , সবুজ শ্যামলিমা হাওড় – বাওর , নদ – নদীর সঙ্গে বাউল ও বাউল গান মিশে আছে ।

বলা যায়, বাউল সাধনা মানুষ ও ঈশ্বরের মধ্যে প্রেমের সাধনা । পরমাত্মা ও জীবআত্মার এক প্রকার অভেদ জ্ঞানই তাঁদের সাধনার মূলভিত্তি । বাংলাদেশের বাউল সম্প্রদায়ের বসতি বা আস্তানা ছিল খুলনা , যশোর , কুষ্টিয়া , ময়মনসিংহ , ঢাকা , সিলেট অঞ্চলসহ পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে ৷

বর্তমানে এই সকল এলাকায় বাউল বসতি রয়েছে , বাউল সাধনা চলছে । সতের শতকে বাউল মতের উন্মেষ । মাধব বিবি ও আউল চাঁদ এ মতের প্রবর্তক হলেও , কুষ্টিয়ার ছেঁউড়িয়ার ফকির লালন শাহ থেকেই বাউল ধারার প্রচার – প্রসার বলা যায় ।

লালন শাহ আমাদের দেশের শ্রেষ্ঠ বাউল । আমাদের বর্তমান কালচার এড়িয়ে সুফীবাদ ও বৈষ্ণববাদে বিশ্বজনীন প্রেমানুভূতি মানবিকতা প্রতিবিম্বিত হয়েছে আধ্যাত্মিকতার স্বরূপ । অচিন পাখী , অলখ সাঁই , মনের মানুষ বাউল সাধনার ব্রত ।

আমাদের তৃণমূলের বাউল ফকির , সাধক মরমিরা অসাম্প্রদায়িক মানবিকতার গান যেমন গেয়েছেন , তেমনি তাঁদের গানে রচিত হয়েছে প্রেমানুভূতির মানবিক জমিন । এই জমিন বরাবরই প্রথা – নিয়মের বাইরে চর্চিত হয়েছে , তাতে স্থান পেয়েছে মানুষ রতন মানুষ ভজন ।

লোকায়ত সাধক বাউলেরা গতানুগতিক সমাজপতিদের লাঞ্ছনাকে অগ্রাহ্য করে অপূর্ব মানবতা ও অসাম্প্রদায়িকতার জমিন চাষ করেছেন । সকল ধরনের হিংস্র থাবাও তাঁদের কাছে পরাভব মেনেছে । উপেক্ষিত এই বাউল সাধকরাই , আমাদের স্বজন ।

Bangla Baul Gaan || baul singers of bangladesh

বাউল সাধকের লিষ্টঃ

1.লালন শাহ || বাউল লালন গান

2.শাহ আবদুল করিম

3.জালাল উদ্দিন খাঁ

4.বাউল সুকুমার

5.আবদুল করিম শাহ

6.শাহ আলম সরকার

7.সিরাজ সাঁই

8.কামাল উদ্দিন

9.পাগলা কানাই

10.রশিদ উদ্দিন বাউল গান

11.কাঙ্গালিনী সুফিয়া

12.জগমোহন গোসাঈ

13.আবদুল মজিদ তালুকদার

14.গোষ্ঠ গোপাল দাস

15.পবন দাস বাউল

16.বাসুদেব দাস বাউল গান

17.পার্বতী বাউল

18.বিজয় সরকার

19.আবদুর রহমান বয়াতী

20.পার্বতী বাউল

বাউল গান ডাউনলোড | bangla baul song download

বাউল গান | baul gaan

শুনুন অথবা ডাউনলোড করুনবাউল গান

Also Link: পাকিস্তানি গান || Pakistani gaan

Link: যেকোনো বইয়ের pdf link

বাউল মতের উদ্ভব :

‘ বাউল নামের উৎপত্তি নিয়ে ফোকলোরবিদদের মধ্যে মতভেদ আছে । ‘ বাউল ’ চৈতন্যচরিতামৃতে ‘ ক্ষেপা ’ ও ‘ বাহ্যজ্ঞানহীন ’ অর্থে ‘ বাউল ’ শব্দের প্রয়োগ প্রথম লক্ষ্য করা যায় । আবার শ্রীচৈতন্যদেবের কাছে প্রেরিত অদ্বৈতাচার্যের একটি হেঁয়ালিতেও ‘ বাউল ’ শব্দের উল্লেখ ছিল । কারোমতে , এলোমেলো , বিশৃঙ্খল , পাগল প্রভৃতি অর্থে ‘ বাউর ’ থেকেই ‘ বাউল ’ নামের উৎপত্তি হয়েছে । অবশ্য উত্তর ভারতের বাউলার সাথে আমাদের ‘ বাউর ’ এর যথেষ্ট সাদৃশ্য রয়েছে । তাই ‘ আকুর ’ থেকে ‘ আউল ’ ও ‘ ব্যাকুর ’ থেকে বাউল শব্দের উৎপত্তি হওয়া অসম্ভব নয় ।

কারো কারো মতে , এ মতের উদ্ভব যুগে দীন – দুঃখী , উলঝুল একতারা বাজিয়েদেরকে লোকে ‘ বাতুল ’ বলে উপহাস করত । এ বাতুল থেকে ‘ বাউল ’ নামের উদ্ভব । আবার কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করে বলেন , ‘ বায়ু ’ শব্দের সঙ্গে ‘ স্বার্থে ল ’ যুক্ত হয়ে , বায়ুভোজী উন্মাদ কিংবা শ্বাস – প্রশ্বাস দ্বারা সাধনাকারী অর্থে ‘ বাউল ’ শব্দ তৈরি হয়েছে ৷ ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল ‘ বাউল ’ শব্দটি ‘ আউল ’ শব্দজ বলে মনে করতেন । তারমতে , ‘ আউল ’ ‘ আউলিয়া ’ যা ওলির বহুবচন হতে উদ্ভূত । ড . সৈয়দ আব্দুল হালিমের মতে , ‘ আউল ’ শব্দটি ‘ আউয়াল ’ শব্দ হতে উদ্ভূত । আগমের আরবি পরিভাষা হিসেবে ‘ আউল ’ শব্দটি গ্রহণ করে মুসলমান আগম তাত্ত্বিকেরা ‘ আউয়াল ’ বা ‘ আউল ’ নামে পরিচিত হয় । অবশ্য ‘ আগম , এর আরবি পরিভাষা ‘ আউয়াল ’ শব্দটি ‘ আউল ’ বলে বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় বাউল গানে ।