Watch the wanted movie of Bharati Bangla Jit from Movitai.

ওয়ান্টেড -জিৎ এর মুভিঃ Movie Details
পরিচালকঃ | রবি কিনাগী |
প্রযোজকঃ | অশোক ধনুকাহিমাংশু ধনুকা |
রচয়িতাঃ | অনন্য মামুন |
শ্রেষ্ঠাংশেঃ | জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় |
সুরকারঃ | রাজেশ রায় |
ভারতি বাংলা মুভি ওয়ান্টেডঃ movie
ভারতি বাংলা ২০১০ এর একটি জনপ্রিয় বাংলা অ্যাকশন চলচ্চিত্র মুভি হলো ওয়ান্টেড ৷ মুভিটির পরিচালক রবি কিনাগী ৷ প্রযোজক হলো অশোক ধনুকা ও হিমাংশু ধনুকা ৷ ওয়ান্টেড মুভিটির রচয়িতা অনন্য মামুন ৷ মুভিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সুরকার রাজেশ রায় ৷ ছবিটি ২০০৫ সালে তেলেগু সুপারহিট ছবি অথদু এর পুনঃনির্মাণ, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মহেশ বাবু এবং ত্রিশা কৃষ্ণান। ওয়ান্টেড এটি ছিল ২০১০ সালের অন্যতম বৃহত্তম হিট ছবি।
ওয়ান্টেড ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি । এই মুভিটি ২০১০ সালে রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই ওয়ান্টেড মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
Wanted jeet full movie
সন্ধ্যা লাগাে লাগাে সময়টা খুব বিষন্নতার । জানালার কাঁচে মুখ ঠেকিয়ে ফেলে আসা জীবনের নানা রঙিন দিনগুলােকে নিয়ে ভাবলে আপনাতেই মনটা ছােট হয়ে আসে । মনে হয় কি পেলাম জীবনে ! খুব কাছের কিছু মানুষের এক তােড়া আশার দৃষ্টিকে আস্তে আস্তে ফুরিয়ে যেতে দেখা আমাকে তখন ভেঙেচুড়ে গুঁড়িয়ে যাওয়া মানুষ মনে হয় । একটা সময় ছিলাে জীবনের প্রতি তাড়া ছিলাে । দ্রুততম সময়ে স্বপ্নগুলােকে বাস্তবে রূপ দেবার তাড়া ।
পছন্দের মেয়েটিকে সাজিয়ে গুজিয়ে ঘরে নিয়ে আসবার তাড়া । সবকিছু নিয়মের সাথে দৌড়ে চলতাে । হঠাৎ হোঁচট খেলে হাচড়ে পাচড়ে আবার রেসে ফিরে গতি বাড়িয়ে দিতে হতাে , নইলে যে মুঠোভর্তি আলাে হাত গলে বের হয়ে যায় । কিন্তু আজকাল কেবল আমি আর আমার বিষন্নতা । দিনের শুরুতেই একমগ ঠান্ডা কফিতে চুমুক দিয়ে জানালার ধারটায় জায়গা দখল করে নিই ।
Also Link: জিতের সকল মুভি ডাউনলোড করুনঃ movie
মা অনেক বুড়িয়ে গেছে । সবার জন্য বারবার কফি বানানাের অহেতুক বায়না করা তাই পােষায় না । কাক ডাকা সকালে বাবার জন্যে বানানাে কফিতে একটু জল বাড়িয়ে দিয়ে বাবার ভাগের দুধ চিনিতেই আমি ভাগ বসাই । ঠিক মাপের কফি বাবার খুব প্রিয় । পানসে হয়ে ওঠা কালচে পানীয় হয়তাে কিছুতেই তার মুখে রুচতে চায় না । কিন্তু তবুও প্রতিবাদ করেননা । হয়তাে আমার অভ্যেসটুকুকে জিইয়ে রাখতে , কিংবা মায়ের আধবােজা চোখে আমার জন্য স্নেহের অযথা আবেগটুকু হয়তাে বাবা দেখতে পান ।
কি জানি , হবে কিছু একটা । আমি কখনাে কাউকে মুখ ফুটে ভালােবাসাবাসির কথা বলতে শুনিনি মা’কেও না । আমাকে ভালােবাসার কথা বলতাে কেবল রুনু । উঠতে বসতে সারাদিন কেবল ভালােবাসি আর ভালােবাসি । কৈশােরবেলার উত্তাল সময়টাতে রুনু আমাকে চোখের সামনে পেয়েছিলাে বলেই নাকি কে জানে , অসম্ভব উচ্ছাসে স্বপ্নের মালা গাঁথতাে ।
ওয়ান্টেড ফুল মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার পদ্ধতিঃ Movie
মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷
1.প্রথমে নিচে দেওয়া Copy Link বাটনে ক্লিক করে ধরে রেখে লিংটি সম্পূর্ণ কপি করুন—
2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন
3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷
