Shedin Dekha Hoyechilo is a popular movie in Indian Bangla. You can watch and download the movie from Movitai.

সেদিন দেখা হয়েছিল -দেবের এর মুভিঃ Movie Details
পরিচালকঃ | সুজিত মন্ডল |
প্রযোজকঃ | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, শ্রীকান্ত মোহতা |
মুক্তিঃ | ২৪ ডিসেম্বর ২০১০ |
শ্রেষ্ঠাংশেঃ | দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাপস পাল, প্রেমজিৎ |
সুরকারঃ | জিৎ গাঙ্গুলী |
ভারতি বাংলা সেদিন দেখা হয়েছিল ছবিঃ movie
সেদিন দেখা হয়েছিল ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি । এই মুভিটি ২০১০ সালে রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই সেদিন দেখা হয়েছিল মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
দেবের সেদিন দেখা হয়েছিল মুভি: Movie
পর্দার ফাক গলে ভােরের আবছা আলাে এসে পড়েছে ড্রেসিং টেবিলের আয়নার ওপর । তারই প্রতিফলন ঠিকরে পড়েছে নাহিদার উত্তর চল্লিশের কুমারী – সদৃশ মসৃণ তনুতটে । ঘরজুড়ে চলছে আলাে – আঁধারীর খেলা ।
যে আলােয় বেশ রহস্যময়ী মনে হয় নিজেকে । নাহিদার তাকিয়ে থাকতে ভালাে লাগছে নিজের দিকে । সবসময়ই লাগে । নাহিদা জানে সে সুন্দরী । তবে ওর সৌন্দর্য চেহারার চেয়ে বেশি স্থান পেয়েছে ওর অবয়বে । হয়তাে একারণেই সে তার বয়সী মহিলাদের ঈর্ষার পাত্রী ।
1. সাথী- জিতের ফুল মুভিঃ movie
সাথী ফুল মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
বয়স তার পরিপূর্ণ সৌন্দর্য নিয়ে এখনাে থমকে আছে নাহিদার গােটা অস্তিত্বে । জরা হার মেনেছে তার কাছে । দুজন তন্বী কুমারী কন্যার মা নাহিদা ইমতিয়াজ ভােরের কোমল আলােয় নিজেই নিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আছেন । তবে নাহিদার এই মুগ্ধতা নতুন নয় ।
ভােরের সােনালি আলােয় হােক কিংবা বাথরুমের ফুয়ােরেসেন্ট বাল্বের উজ্জ্বল আলােয় ! কখনাে পথ চলতে রাস্তার নিয়ন ল্যাম্পের উজ্জ্বল আলাে বা সাজ শেষে ড্রেসিং রুমের টিউব লাইটের চড়া আলাে । যতবারই নাহিদা আয়নায় নিজেকে দেখেন । চমকে থমকে যান বারেবারে ।
2. ওয়ান্টেড-জিতের movie link
ওয়ান্টেড মুভি দেখুন অথবা ডাউনলোড করুনWatch Now
নিজেই নিজের প্রেমে পড়ে যান মাঝেমধ্যে । ভাবতে বাধ্য হন নিজের সম্পর্কে । একই অঙ্গে এতাে রূপ কথাটার মর্ম অনুধাবন করার চেষ্টা করতে গিয়ে কখনাে কখনাে নিজের অবস্থান বিস্মৃত হয়ে যান । ভুলে যেতে চান তিনি দুটো বড়ােসড়াে মেয়ের মা ।
প্রথম জন উনবিংশতি কুমারী কন্যা তানিশা ইমতিয়াজ আর দ্বিতীয় তথা ছােটজন তাঁর অষ্টাদশী কন্যা তাবশীর ইমতিয়াজ । সবাই বলে তার ছােট মেয়ে বশীর নাকি তারই রূপ পেয়েছে । কখনাে মার্কেটে গেলে দোকানীরা নাহিদাকে তাবশীরের বড়বােন বলে ভুল করে ।
3. Also Link: কেলোর কীর্তি ফুল movie
কেলোর কীর্তি মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
আত্মগরবে গরবিনী নাহিদা তখন মৃদু হেসে দোকানীদের ভুল শুধরে দেন আর তাদের ছানাবড়া দৃষ্টির সামনে দিয়ে হেঁটে বেরিয়ে আসেন পরম তৃপ্ত হৃদয়ে । বেচারা ইমতিয়াজকে ওর সামনে রীতিমতাে চাচা মামা মনে হয় । এ নিয়ে অবশ্য ইমতিয়াজের মনে কোনাে খেদ নেই ।
সে নাহিদার স্বামী হতে পেরেছে এতেই সে তৃপ্ত । কে কী ভাবলাে তা নিয়ে ইমতিয়াজের বিশেষ মাথাব্যথা নেই । দু’দিন পরে মেয়েদের বিয়ে হবে যাবে । অত ইয়ং সেজে লাভ কী । নিজে তাে আর বিয়ে করতে যাচ্ছে না ।
সেদিন দেখা হয়েছিল মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার পদ্ধতিঃ Movie
মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷
1.প্রথমে নিচে দেওয়া Copy Link বাটনে ক্লিক করে ধরে রেখে লিংটি সম্পূর্ণ কপি করুন—
2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন
3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷
