Romeo is a popular movie in Indian Bangla. You can watch and download the movie from Movitai.

রোমিও -দেবের এর মুভিঃ Movie Details
পরিচালকঃ | সুজিত মন্ডল |
প্রযোজকঃ | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তিঃ | ৪ নভেম্বর ২০১১ |
শ্রেষ্ঠাংশেঃ | দেব, শুভশ্রী গাঙ্গুলী, সব্যসাচী চক্রবর্তী, লাবণী সরকার, পার্থসারথী দেব, কৌশিক বন্দ্যোপাধ্যায় |
সুরকারঃ | জিৎ গাঙ্গুলী |
ভারতি বাংলা রোমিও বাংলা সিনেমাঃ movie
রোমিও ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি । এই মুভিটি ২০১১ সালে রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই রোমিও মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
দেবের রোমিও মুভি: Movie
ভেরােনা ইতিহাস বিখ্যাত ইতালির ভেরােনা শহর । এ শহরে দুই ধনকুবের বাস করতেন । উভয়েই সমান বিত্তশালী । প্রভাব প্রতিপত্তির দিক থেকেও কেউ কারাে চেয়ে কম নন । বহুদিনের জমে থাকা বিদ্বেষ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলাে । সংঘর্ষে লীপ্ত হলেন তারা নতুন করে ।
এ দুই অস্থিরচিত্ত পরিবারে দুই প্রেমিক – প্রেমিকা জন্ম ভাগ্যের নির্মম পরিহাসে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে অবশেষে আত্মহননের পথ বেছে নিতে হলাে । দুটি প্রাণের বিনিময়ে অবসান ঘটলাে দুটি পরিবারের দীর্ঘদিনের শত্রুতার । ধূলায় লুটালাে তাদের পারিবারিক মিথ্যা গরিমা ।
1. সাথী- জিতের ফুল মুভিঃ movie
সাথী ফুল মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
ভেরােনা শহরের এক জনবহুল এলাকা । সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে । প্রকৃতির আলাে – আঁধারির খেলা শুরু হয়ে গেছে । পথের পাশে ক্যাপিউলেট পরিবারের দুই যুবক ভৃত্য স্যাম্পসন ও গ্রেগরি নিজেদের মধ্যে আলাপে ব্যস্ত ।
স্যাম্পসন বলল , কী করা যাবে ? আমি রাগ সামলাতে পারি না । কারাে সাথে একটু চটাচটি হলেই হাত উঠে যায় । কয়েক ঘা না দেওয়া পর্যন্ত রাগ কমে না । আর মন্টেগু পরিবারের কাউকে দেখলে আমার রক্ত মাথায় উঠে যায় । গ্রেগরি টিটকারি দিয়ে বলল , ওহ , মন্টেগু পরিবারের কাউকে দেখলে তাে তুমি লেজ গুটিয়ে পালাও । স্যাম্পসন তাচ্ছিল্যের সুরে বলল , যাহ । পালাতে যাব কেন ?
2. ওয়ান্টেড-জিতের movie link
ওয়ান্টেড মুভি দেখুন অথবা ডাউনলোড করুনWatch Now
পরিবারের কাউকে দেখলেই আমার রক্ত গরম হয়ে যায় আর হাত দুটো নিশপিশ করতে থাকে । মন্টেগু পরিবারের কাউকে পেলে দেখবে কেমন তক্তা ডলা দিয়ে দেই । গ্রেগরি হাসতে হাসতে বলল , দিবে কেমন করে ? তােমার তাে নড়তে চড়তেই ছয় মাস চলে যায় , স্যাম্পসন আমতা আমতা করে বলল , হ্যা , আগে আমি সত্যি অলস ছিলাম ।
3. Also Link: কেলোর কীর্তি ফুল movie
কেলোর কীর্তি মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
কিন্তু মন্টেগু বাড়ির কুকুরটা ওদের বিরুদ্ধে আমার মনে জিদ জাগিয়ে তুলেছে । গ্রেগরি বলল , তার মানে তুই সেদিন কুকুরটার ভয়ে পালিয়ে এসেছিলি ? স্যাম্পসন অধৈর্য হয়ে বলল , পালাব কেন ? ওদের বাড়ির একটা কুকুর আমাকে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জিদ জাগিয়ে তুলেছে , এটাই হলাে সার কথা ।
গ্রেগরি বলল , ঝগড়াটা আসলে দুই পরিবারের মধ্যে তাই না ? আমরা তাে ওদের চাকর – বাকর । ওই একই হলাে , বলল স্যাম্পসন । মন্টেগু পরিবারের দুই ভৃত্য আব্রাহাম ও বালথাজারকে আসতে দেখে স্যাম্পসন বলল , ওই যে মন্টেগু পরিবারের দুই বলদ আসছে । তুই ঝগড়া বাঁধা , আমি তাের পেছনে আছি ।
4. আই লাভ ইউ ফুল মুভি | I Love You Bengali Full HD Movie by dev
আই লাভ ইউ ফুল মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
স্যাম্পসন বলল , তার মানে তাে তুই পেছন থেকে পালাবি । স্যাম্পসন বলল , না , সে ভয় করিস না । আচ্ছা আইনটাকে নিজেদের দিকে নিয়ে আসা যাক । আমরা চুপ থাকি । ওরাই আগে ঝগড়া শুরু করুক । গ্রেগরি বলল , তাহলে আমি বরং পাশ দিয়ে যাবার সময় ওদের দিকে ভুরু কুঁচকে তাকাই , কী বল ? স্যাম্পসন বলল , না ওতে কাজ হবে না ।
আমি বরং ওদের বুড়াে আঙুল তুলে কাঁচকলা দেখাই ; ওরা সেটা সহ্য করলে , ওদের পক্ষে অপমানই হবে । স্যাম্পসনকে বুড়াে আঙুল দেখাতে দেখে মন্টেগু পরিবারের আব্রাহাম এগিয়ে এসে বলল , তুমি কি আমাদের লক্ষ্য করে বুড়াে আঙুল দেখাচ্ছ ? স্যাম্পসন জবাবে বলল , হুম ।
5. ফিদা মুভি ফুল ডাউনলোড (যশ) | Fidaa full movie online
ফিদা ফুল মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
বুড়াে আঙুল দেখাচ্ছি । সেটা কি আমাদের লক্ষ্য করে ? স্যাম্পসন ও গ্রেগরি ফিসফিস করে পরামর্শ করল । বুড়াে আঙুল দেখানােটা আবার বেআইনি কাজ হয়ে যায় কিনা । আইন আদালতের ঝামেলা এড়িয়ে চলাই ভাল ।
পরামর্শ শেষে স্যাম্পসন বলল , না তােমাদের লক্ষ্য করে নয় এমনি এমনি বুড়াে আঙুল দেখাচ্ছি ।
রোমিও ফুল মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার পদ্ধতিঃ Movie
মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷
1.প্রথমে নিচে দেওয়া Copy Link বাটনে ক্লিক করে ধরে রেখে লিংটি সম্পূর্ণ কপি করুন—
2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন
3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷
