The Jungle Book is a popular movie in Indian Bangla. You can watch and download the movie from Movitai.

দ্য জঙ্গল বুক ফুল মুভিঃ Movie
ভারতি বাংলা দ্য জঙ্গল বুক ছবি
দ্য জঙ্গল বুক ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি । এই মুভিটি অনেক আগে সালে রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই দ্য জঙ্গল বুক মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
The Jungle Book full Movie online
সন্ধে সাতটা । বসন্তের এই সময়টায় ভারতের সিয়ােনি পাহাড়ি এলাকা বেশ গরম থাকে । চাদ আবছা আলাে ছড়াচ্ছে । বাবা নেকড়ের দুপুরের ঘুম ভাঙেছে । উঠে দাঁড়িয়ে হাই তুলে আড়মােড়া ভাঙল ও । মাথায় খাবারের চিন্তা ঘুরছে , আবার শিকারের সময় হয়ে এল ।
মা নেকড়ে তার চার বাচ্চা নিয়ে পাশেই ঘুমিয়ে ছিল । চারটি শিশুই মায়ের গায়ের সঙ্গে মিশে গিয়ে গুটিসুটি মেরে আছে । বাবা নেকড়ের নড়াচড়ায় মায়েরও ঘুম ভাঙল , ধূসর নাক ওপরে তুলল ও । ভ্রু কুঁচকে খানিকটা সময় বাবা নেকড়েকে জরিপ করে নিয়ে বলল , “ ভুলে যেও না , শের খান এখন আমাদের পাহাড়গুলােতেই শিকার করে বেড়ায় । ‘ ভুলে যাব !
1. সাথী- জিতের ফুল মুভিঃ movie
সাথী ফুল মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
বাবা নেকড়ের কণ্ঠে ক্ষোভ । ওই বদমেজাজি বাঘের কোনাে অধিকার নেই এখানে আসার । বনের আইন বলে , ও যেখানে থাকে সেখানেই ওকে শিকার করতে হবে । আর সেটা ওয়াইন গঙ্গা নদীর বিশ মাইল দূরে । ও আমাদের খাবারটা তাে নষ্ট করেই গ্রামের মানুষের গরু ছাগলও মেরে ফেলে । আর দোষ হয় আমাদের ।
গ্রামের লােকেরা আমাদের মারতে আসে । ‘ মা নেকড়ে বলল , ‘ ওর মা ওকে ল্যাংড়া বলে ডাকে । জন্ম থেকেই এই বাঘের একটা পা খোড়া । ‘ বলে চলল মা নেকড়ে , এজন্যই তাে গরু – ছাগল ছাড়া আর কিছু শিকার করতে পারে না ও ।
2. ওয়ান্টেড-জিতের movie link
ওয়ান্টেড মুভি দেখুন অথবা ডাউনলোড করুনWatch Now
এই করেই আমাদের কপালটা খেল । নিজের শিকার বাদ দিয়ে আমাদেরটা ধরে খায় । গ্রামের লােক ওর জন্য আমাদের তাড়া করে । আর ওরা আসেও এমন সময় যখন শের খান আশপাশে থাকে না ।
একদিন দেখবে গ্রামের লােকেরা বনে আগুন ধরিয়ে দেবে । তখন আমাদের বন ছেড়ে পালাতে হবে । ঠিক তক্ষুনি এক ক্ষুধার্ত বাঘের হিংস্র হুঙ্কার পুরাে উপত্যকায় ছড়িয়ে পড়ল । তার আঁচ পড়ল নেকড়েদের গুহাতেও । বাবা নেকড়ে বলল , ‘ শের খান বােকা ।
3. Also Link: কেলোর কীর্তি ফুল movie
কেলোর কীর্তি মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
এই হুঙ্কার শুনেই বােঝা যায় , এখনাে কিছু শিকার করতে পারেনি ও । কী আশা করে ও , আমাদের হরিণগুলাে ওর জন্য বসে অপেক্ষা করবে ? মা নেকড়ে বলল , “ ইশশশ ! থামাে তাে ! শােন , ও এখন হুঙ্কার দিচ্ছে না । যেভাবে গরগর আওয়াজ করছে তাতে বােঝা যায় , কোনাে হরিণের সন্ধান করছে না ।
মানুষ শিকারের মতলব করছে । মানুষ ! কী বল ! জঙ্গলে ব্যাঙ আর পােকামাকড়ের কি অভাব পড়েছে । যে ও মানুষ ধরতে যাবে ? তাও আবার আমাদের এলাকায় ! পাগলামি ! বিরক্তিতে ঝকঝকে সাদা দাঁতগুলাে বের হয়ে গেল বাবা নেকড়ের । তবে বনের আইন কিন্তু ভিন্ন কথা বলে ।
বনে যারা থাকে তারা মানুষ খেতে পারবে । কারণ মানুষ হল সবচেয়ে দুর্বল প্রাণী । আমরা তাদের হত্যা করতে পারি ।
দ্য জঙ্গল বুক মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার পদ্ধতিঃ Movie
মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷
1.প্রথমে নিচে দেওয়া Copy Link বাটনে ক্লিক করে ধরে রেখে লিংটি সম্পূর্ণ কপি করুন—
2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন
3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷
