Kelor Kirti is a popular movie in Indian Bangla. You can watch and download the movie from Movitai.

কেলোর কীর্তি ফুল মুভিঃ Movie Details
পরিচালকঃ | রাজা চন্দ |
প্রযোজনা কোম্পানিঃ | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস |
মুক্তিঃ | ৬ জুলাই ২০১৬ (ভারত) ২৯ জুলাই ২০১৬ (বাংলাদেশ) |
শ্রেষ্ঠাংশেঃ | দেব, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ |
পরিবেশকঃ | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস |
ভারতি বাংলা মুভি কেলোর কীর্তি movie
ভারতি বাংলা ২০১৬ এর একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র মুভি হলো কেলোর কীর্তি ৷ মুভিটির পরিচালক রাজা চন্দ ৷ প্রযোজনা
কোম্পানি হলো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস ৷ মুভিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ধদেব, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ৷
ছবিটি ৬ জুলাই ২০১৬ (ভারত)
এবং ২৯ জুলাই ২০১৬ (বাংলাদেশ) মুক্তি পায়৷
কেলোর কীর্তি ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি কমেডিয়ান মুভি । এই মুভিটি ২০১২ সালে রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই কেলোর কীর্তি মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
কেলোর কীর্তি full movie
অনেক দিন পরে নানু বাড়িতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম । সেই কবে বেড়াতে গেছি ঠিক মনে করতে পারছিনা । ১০-১১ বছর হয়তাে হবে । কিন্তু নানা – নানু প্রায়ই আমাদের বাসায় বেড়াতে আসেন । শহরে জন্ম নিয়ে এই ব্যস্ত ঢাকা শহরের সংস্কৃতি ঐতিহ্য আর ধুলাবালির মধ্যেই নিজেকে মানিয়ে নিতে হয়েছে ।
লেখাপড়া কলেজের বন্ধু বান্ধব , ব্যস্ত এই শহরের ট্রাফিক জ্যাম আর বাসায় বসে তিন বেলা খাবারের সাথে সাথে মায়ের বকুনিটা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে । একদিন গ্রামে নানু বাড়িতে বেড়াতে যাবাে বলে সিদ্ধান্ত স্থির করলাম । আমার নানু বাড়ি বরিশাল । নানুর বাসায় আমার নানা , নানু , মামী ও জারিফ থাকে ।
আরও দেখুন, ওয়ান্টেড-জিতের movie link
জারিফ আমার মামাতাে ভাই । পরের দিন খুব সকালে বেরিয়ে পরলাম । সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে প্রায় এক ঘণ্টা লাগে । অবশেষে সদরঘাট এসে উপস্থিত । একটা কেবিন বুক করে লঞ্চে উঠে পড়লাম । যথা সময়ে লঞ্চ ছেড়ে গন্তব্যের দিকে পৌছাতে লাগলাে । আমার খুব ভালাে লাগছে একেতাে গ্রামের সৌন্দর্য উপভােগ করতে যাচ্ছি অন্য দিকে জীবনের প্রথমবারের মত লঞ্চ জার্নি । মনটা খুব ফুরফুরে লাগছে ।
Also Watch Now: সাথী- জিতের ফুল মুভিঃ movie
লঞ্চে হাঁটাহাঁটি করে সময় পার করে নিচ্ছি আবার কখনাে বিশাল নদীর পানে তাকিয়ে জেলেদের জীবিকার মাধ্যমগুলাে মামা , দেখছি মনে হচ্ছে সব কাল্পনিক । এসব দেখে নিজের মধ্যে একটু কবি কবি ভাব চলে আসে । আমি নিরব দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে কথা বলতে ছিলাম । এতে সুন্দর পরিবেশের মুখােমুখি না হলে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করা যায় না ।
কেলোর কীর্তি ফুল মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার পদ্ধতিঃ Movie
মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷
1.প্রথমে নিচে দেওয়া Copy Link বাটনে ক্লিক করে ধরে রেখে লিংটি সম্পূর্ণ কপি করুন—
2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন
3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷
