১০০% লাভ – জিৎ এর ভারতি বাংলা মুভি | 100% Love Full HD Movie

5/5 - (1 vote)

Watch the movie 100% Love of Bharati Bangla by Jit from Movitai.

movie

১০০% লাভ -জিৎ এর মুভিঃ Movie Details

পরিচালকঃরবি কিনাগী
প্রযোজকঃশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তিঃ২০ জানুয়ারি ২০১২
শ্রেষ্ঠাংশেঃজিৎ, কোয়েল মল্লিক
সুরকারঃজিৎ গাঙ্গুলি, সামিধ মুখার্জি

ভারতি বাংলা মুভি ১০০% লাভঃ movie

ভারতি বাংলা ২০১২ এর একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র মুভি হলো ১০০% লাভ ৷ মুভিটির পরিচালক রবি কিনাগীপ্রযোজক হলো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ৷ মুভিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং কয়েেল মল্লিক। সুরকার জিৎ গাঙ্গুলি, সামিধ মুখার্জি ৷ ছবিটি ২০ জানুয়ারি ২০১২ সালে মুক্তি পায়৷

১০০% লাভ ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি । এই মুভিটি ২০১২ সালে রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই ১০০% লাভ মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।

Shati jeet full movie

রাত দশটার দিকে সুকোমলের ফোনটা হঠাৎ করে বেজে উঠলাে । হাতে নিয়ে দেখল । নাম্বারটা ওর খুব চেনা । ফোনটা রিসিভ করল । আর ও পাশ থেকে ভেসে আসলাে এক মহিলাে কণ্ঠ বলল- ‘ আমার পাশের সিটটা এখন খালি আছে । কেউ এসে বসলে বসতে পারে । সুকোমল একেবারে থ মেরে গেল । হেতুটা বুঝতে পারল না । কে এই মেয়ে । মাথায় গােল বেঁধে গেল । কণ্ঠটাও বেশ পরিচিত । ও অনেক দিন কথা বলে না মিতালির সঙ্গে ।

আরও দেখুনঃ ওয়ান্টেড জিতের movie full hd

[su_button url=”https://movitai.com/wanted-full-movie/” desc=”Watch Now”]ওয়ান্টেড মুভি[/su_button]

একটু আন্দাজ করল মিতালিই হবে বােধ হয় । আর মিতালির কথা মনে হতেই বুকের ভেতর ধুকধুকানী শুরু হয়ে গেল । বড় রােমাঞ্চকর , রােমহর্ষক এবং নিজেকে আকাশ থেকে পড়ার মত মনে হলাে । কিংবা না চাইতেই এক পশলা বৃষ্টি ছড়িয়ে দিলাে বসন্ত মেঘ । সুকোমল হাসবে নাকি নাচবে ! কাঁদবে নাকি বিছানায় গড়াগড়ি করবে । কিছু বুঝে উঠতে পারছিল না । তবু সুকোমল না । চেনার ভান করে বলল- কে আপনি ? মিতালি উত্তর দিলাে- ছলনা করা হচ্ছে বুঝি ?

আমি আর কোনাে ছলনা শুনতে চাই না । আমি তােমাকে বিয়ে করার পণ করেছি । আর তােমাকেই বিয়ে করবাে । তােমার মতামতটা আমাকে জানাও অতি দ্রুত । মিতালির কথা শুনে সুকোমলের বুকের ভেতরটা আরও ধুক ধুক করতে লাগলাে । মনে হলাে ওর শরীরটা বিকল যেন হয়ে যাচ্ছে । চোখ মুখ শুকিয়ে যাচ্ছে । সামনে পড়ার টেবিলে জল রাখা ছিল । সুকোমল তৎক্ষণাৎ সেখান থেকে গ্লাসটা নিয়ে এক গ্লাস জল ঢক ঢক শব্দ করে গােগ্রাসে খেয়ে নিল ।

Also Watch Now: সাথী- জিতের ফুল মুভিঃ movie

[su_button url=”https://movitai.com/shati-full-movie/” desc=”Watch Now”]সাথী মুভি[/su_button]

মিতালি বােধ হয় জল খাবার শব্দটা শুনতে পেয়েছে । তাই বলে উঠল- “ কি কথা শুনে তেষ্টা পেয়ে গেল নাকি ? তুমি তাে আমাকে ভালােবাসতে ? আমিও তােমাকে ভালােবাসতে চাইছি । কিন্তু আমার কথা শুনেই যদি এমন হয় । তাহলে হাত ধরবে কি করে ? সুকোমল নিজেকে একটু শক্ত করে বলল- বিষয়টি তা নয় মিতালি । আমি তােমার সঙ্গে কাল একবার দেখা করি । -ওকে । ওকে । তবে কাল কিন্তু মিস কর না । আমি কলেজ গেইটে তােমার জন্য অপেক্ষা করবাে । ভালাে থেকো । শুভ রাত্রি ।

সাথী ফুল মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার পদ্ধতিঃ Movie

মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷

1.প্রথমে নিচে দেওয়া Copy Link বাটনে ক্লিক করে ধরে রেখে লিংটি সম্পূর্ণ কপি করুন—

Copy Link

2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন

3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷

 movie
Scroll to Top