Abhimaan is a popular movie in Indian Bangla. You can watch and download the movie from Movitai.

অভিমান -জিৎ এর মুভিঃ Movie Details
পরিচালকঃ | রাজ চক্রবর্তী |
প্রযোজকঃ | রিলায়েন্স এন্টারটেইনমেন্ট গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ওয়ালযোন মিডিয়া ওয়ার্কস |
মুক্তিঃ | ৬ অক্টোবর ২০১৬ |
শ্রেষ্ঠাংশেঃ | জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলী, |
সুরকারঃ | শুদ্ধ রায় |
ভারতি বাংলা মুভি অভিমানঃ movie
অভিমান ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি । এই মুভিটি ২০১৬ সালে রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই অভিমান মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
Abhimaan jeet full movie
একটা মনােরম দিনের সম্ভাবনা নিয়ে সকালের রােদ ফুটেছে । গত তিন দিন মেঘভর্তি আকাশের জন্য সূর্য রােদ বিতরণের সুযােগ পায়নি । গভীর ঘন মেঘ , ঘ্যানঘ্যানে বৃষ্টি । সেই সঙ্গে হঠাৎ হঠাৎ উদভ্রান্ত হওয়া । তিন দিনের ডিপ্রেশনের পর ভাের রাত থেকে আকাশ পরিষ্কার হয়ে আসছিল । এখন অপরূপ নরম রােদ পৃথিবীর ওপর উচ্ছাসে ঝাঁপিয়ে পড়েছে । মুগ্ধ চোখ মেলে বাইরের দিকে তাকিয়ে শিরির মন ভাল হয়ে গেল ।
শেষ রাতে বােধ হয় ঘুমটা এসেছিল । কিছুদিন এমন হচ্ছে । ঘুমকে অনেক হাত পায়ে ধরতে হয় । এটা ওর কখনও ছিল না । বরং শিরি কাৎ হওয়া মাত্র ঘুমায় , এ কথা বলে মেঝ ভাইয়া কত হাসাহাসি করে । দেয়াল ঘড়ির দিকে তাকাল ও । সাড়ে ছয় । আজ সে হিসাবে দেরি হয়ে গেল । যত রাতেই ঘুমাক পাঁচটা থেকে সােয়া পাঁচটার মধ্যে ঘুম ভাঙবে । তারপর চোখে মুখে একটু পানি দেবে । বিছানা গােছাবে । বুয়াকে ঠেলে দিয়ে নাশতার আইটেম ঠিক করবে ।
1. সাথী- জিতের ফুল মুভিঃ movie
সাথী ফুল মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
বুয়া রান্নাঘরে ঢুকলে বাগানে নেমে গাছে পানি দৈবে , টব ধােবে । বাসী ফুল , ঝরা পাতাগুলাে একত্র করে একপাশে সরিয়ে রাখবে । আধঘন্টার মধ্যে সব সেরে সােজা বাথরুম । গােসল করে কাপড় পাল্টে যখন ঘরে আসবে ততক্ষণে আব্বা উঠে গেছেন । না উঠলে আব্বাকে একবার তাড়া দিয়ে নাশতার টেবিল সাজাতে যাবে । আম্মা মারা যাবার পর আব্বা দেরি করে বিছানা ছাড়তে চান । অথচ জ্ঞান হওয়ার পর থেকে শিরি দেখে আসছিল উল্টো ।
2. ওয়ান্টেড-জিতের movie link
ওয়ান্টেড মুভি দেখুন অথবা ডাউনলোড করুনWatch Now
ভােরের আলাে ফোটার আগে আব্বা গায়ে পাঞ্জাবি চড়িয়ে বাগানে হাঁটতে চলে গেছেন । হেঁটে – টেটে এসে সূর্য তেজ দেখানাের আগেই হইচই করে বাড়ি মাথায় তুলতেন । বারাে মাসের রুটিন । সেই আব্বা কেমন হয়ে গেলেন । আজ তিন বছর অন্য মানুষ । বেশিরভাগ সময় চুপচাপ । প্রয়ােজন ছাড়া কথা বলেন না । মাঝে মাঝে সামান্য কারণে ছােট ভাইয়ার সঙ্গে কি ড্রাইভারের সঙ্গে বদরাগী হয়ে ওঠেন । পুরানাে ড্রাইভার । কিছু মনে করে না ।
ছােট ভাইয়া তাে আব্বাকে সবচেয়ে ভাল বােঝে । জানলার পাশ থেকে সরে এসে শিরি আব্বার ঘরে উঁকি দিল । শিশুর মত ঘুমাচ্ছেন । বাগানে নেমে এল পায়ে পায়ে । আজ বাগানে অনেক খাটতে হবে । তিন দিনের ডিপ্রেশন সব অগােছালাে করে দিয়ে ভেগেছে । শিরি বাগানের নেশাটা মায়ের সূত্রে পেয়েছে । আম্মার রক্তের মধ্যে ছিল এটা ।
3. Also Link: কেলোর কীর্তি ফুল movie
কেলোর কীর্তি মুভি দেখুন বা ডাউনলোড করুনWatch Now
আব্বা যখন মাথা গােজবার জন্য জায়গা কিনবেন ঠিক করলেন তখন আম্মার একটাই কথা ছিল , যেমন খুশি যেখানে খুশি বাড়ি করাে । শুধু ঘরের সামনে যেন বাগানের জন্য এক টুকরাে জমি থাকে । আব্বার তখন অবস্থা এত ভাল না । লালমাটিয়ার এই জমিটি সস্তায় পেয়েছিলেন । কে জানত সময়ে এ জায়গার দাম এত চড়বে৷
অভিমান ফুল মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার পদ্ধতিঃ Movie
মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷
1.প্রথমে নিচে দেওয়া Copy Link বাটনে ক্লিক করে ধরে রেখে লিংটি সম্পূর্ণ কপি করুন—
2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন
3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷
