loveria is a popular movie in Indian Bangla. You can watch and download the movie from Movitai.
loveria Full HD Movie Watch
লাভেরিয়া মুভি | মুভি প্রেমিকদের জন্য নিয়ে আসলাম আরেকটি দারুন মুভি ৷ মুভিটি খুবুই জনপ্রিয়, দর্শক মাতানো এবং আলোচিত একটি মুভি ৷ আপনারা হয়তো অনেকেই মুভিটি খুজছেন ইউটিউবে বা ওয়েবসাইটে ৷ কিন্তু কোথাও পাচ্ছেন না ৷ তাই বলেকি মুভিটি দেখা হবে না ৷ তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুভিটির Full HD ভার্সন ৷ লাভেরিয়া ফুল মুভি
লাভেরিয়া বাংলা ফুল মুভি। loveria Bangla Full Movie
বাংলা মুভি লাভেরিয়া খুবই জনপ্রিয় একটি মুভি । এই মুভিটি রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
লাভেরিয়া মুভি সোহম | loveria Full Hd Movie Download
1.জিতের সকল মুভি | Jeet
2.দেবের সকল মুভি | Dev
3.প্রসেনজিৎ এর সকল মুভি | Prosenjit
4.যশ দাশগুপ্ত সকল মুভি
5.আঙ্কুশের সকল মুভি
6. ওমের সকল মুভি
মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার পদ্ধতিঃ Movie
মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷
1.প্রথমে নিচে দেওয়া লিংটি সম্পূর্ণ কপি করুন—
https://drive.google.com/file/d/1fZErdh1j8GCUHL-4tkIgL263D_zR71O6/view
2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন
3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷ HD Movie
তারপরও যদি কারও কোথাও বুঝতে অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করুন৷ আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করার চেষ্ঠা করবো৷
বিঃদ্রঃ আমাদের সকল ফাইলগুলো অনলাইন থেকে সংগ্রহ করা ৷ আমরা ফাইলগুলো কখনও আপলোড অথবা এডিট করে থাকি না ৷ অনলাইনে শেয়ারকৃৃৃৃত ফাইলটি আমরা গুগুলে ইনডেক্স করেছি মাত্র৷ তারপরও যদি কারো কোনো আপত্তি থাকে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন৷
অন্যান্য মুভিগুলোর মধ্যে রয়েছে,,,
Link: পোড়ামন ২ মুভি ডাউনলোড লিংক
Link: রক্ত ফুল মুভি| রক্ত মুভি ডাউনলোড লিংক
Also Link: ম্যাজিক বাংলা ফুল মুভি | magic
লাভেরিয়া মুভি ডাউনলোড লিংক: Movie
ভোরে ঘুম ভাঙতেই দেখলাম , আমরা নর্থ ক্যারোলিনার ফেইটিভিলে এসে পৌঁছেছি । আমরা দুজন ট্রেনের ডাইনিং কারে গিয়ে সকালের নাশতা খেয়ে নিলাম । আমাদের পাশের কামরার এক লেবানিজ পরিবারের সাথে পরিচয় হলো । আশি বছর আগে , এই পরিবারটি লেবানন থেকে নিউ হাম্পস্ফিয়ারে এসে বসতি স্থাপন করেছে । লোকটি তার স্ত্রী আর দুটি অনূঢ়া কন্যা ছোট্ট একটা কামরায় ঠাসাঠাসি করে , টারপন স্প্রিং – এর উদ্দেশ্যে রওনা দিয়েছে ।
ভদ্রলোক বললেন , ওরা নাকি গত পনেরো বছর ধরেই প্রতি শীতে এভাবে যাত্রা করে আসছেন , তাদের জন্য এটা কোনো ব্যাপারই নয় । দুপুর ১২ টা ৫০ মিনিটে দক্ষিণ ক্যারোলিনার , চার্লসটন শহরে পৌছে গেলাম , তারপর জর্জিয়ার , সাভানা শহরে পৌঁছলাম চারটা বেজে বিশ মিনিটে । সন্ধ্যা ৮ টা ৪৫ মিনিটে এসে ফ্লোরিডার জ্যাকসনভিলে থামল , এখানে সওয়া ঘণ্টার যাত্রা বিরতি । ভেবেছিলাম এই সুযোগে নিচে নেমে একটু হাঁটাহাঁটি করব , কিন্তু মারিয়া আমাকে কিছুতেই স্টেশনে নামতে দিল না । অগত্যা , সাতসকালে বিছানাপত্র পরিপাটি করে বিছিয়ে নিয়ে জ্যাকসনভিল ছাড়ার আগেই শুয়ে পড়লাম ।
বাংলা ফুল মুভি লাভেরিয়া | loveria Movie Full watch
স্টেশনের শোরগোল আর ট্রেনের ঘনঘন হুইসেলের আওয়াজে আমি ভালো করে ঘুমাতেই পারলাম না । আর ট্রেনে উঠলে মারিয়া কখনোই নিশ্চিন্ত মনে ঘুমাতে পারে না , তার ভয় আমি যদি উপরের বার্থ থেকে ধপাস করে পড়ে যাই ! যতবারই ট্রেন যাত্রা করি আমরা , এই নিয়ে দুজনের খিটিরমিটির লাগবেই লাগবে । মারিয়া সব সময় ঝোলাঝুলি করবে উপরের বার্থে ঘুমানোর জন্য , আর আমি কিছুতেই রাজি হব না । তাই কি হয় , আমি বুড়ো মর্দা নিচে শোব , আর মারিয়া মেয়েমানুষ হয়ে হ্যাঁচড় – প্যাঁচড় করে উপরের বার্থে উঠবে ঘুমানোর জন্য— এতটা স্বার্থপর পুরুষ আমি নই । তবে , এই নিয়ে প্রতিবারই দীর্ঘ তর্কাতর্কি চলে আমাদের ।
loveria full movie watch online
ভোর ৬ টা ৫৩ মিনিটে নিউ হ্যামস্পেয়ারের , টারপন স্প্রিং – এ আমাদের সদ্যপ্রাপ্ত লেবানিজ বন্ধুদের বিদায় জানালাম আমরা । আমাদের বেশকিছু সহযাত্রী ক্লিয়ারওয়াটার নেমে গেল , তবে বেশিরভাগ সহযাত্রীই নামল বেল্লেয়ার । ট্রেন যেন একেবারে ম্যামথ হোটেলের দোরগোড়ায় এসে থামল । গলফের লোকদের জন্য , শীতের বেল্লেয়ার একেবারে প্রথম সারির পছন্দসই জায়গা । রাজ্যের পোঁটলাপুটলি নিয়ে লোকজন হুড়মুড়িয়ে নামতে লাগল । একেকটি পরিবারে কুচাকাঁচা থেকে খুনখুনে বুড়োবুড়ি সঙ্গে দশ – বারোটা করে বাক্সপ্যাটরা ।
বেল্লেয়ার স্টেশনের প্ল্যাটফরম স্তূপকারে জমে উঠল যাত্রীদের মালপত্র আর তাদের হাঁকডাকে গমগম করতে লাগল চারদিক । সেন্ট পিটার্সবার্গে যখন ট্রেন থামল— তখন ঘড়ির কাঁটায় আটটা বেজে বিশ মিনিট , আপাতত এটিই আমাদের গন্তব্য । কিন্তু ট্রেন থেকে নামব কী , বিভিন্ন হোটেলের দালালরা এমন হইহট্টগোল জুড়ে দিয়েছে যে , কান পাতা দায় । সব দালালরাই দাবি করছে তাদের হোটেলই সবচেয়ে ভালো আর সপ্তা । এ যেন , এ বলে আমায় দ্যাখ আর ও বলে আমায় দ্যাখ এমন অবস্থা !
FAQ
1. How to download or watch movie?
কিভাবে আপনারা মুভিটাই ওয়েবসাইটে যেকোনো মুভি ডাউনলোড অথবা অনলাইনে সহজে দেখতে পারেন তা দেখার জন্য আমাদের এই টিউটরিয়ালটি একটু দেখে আসুন ৷