the caring husband book by Md. Motiur Rahman pdf download from Movitai.
দ্য কেয়ারিং হাজব্যান্ড pdf download

বইঃ | দ্য কেয়ারিং হাজব্যান্ড |
লেখকঃ | মোঃ মতিউর রহমান |
প্রকাশনীঃ | মিফতাহ প্রকাশনী |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | ব্যক্তিগত জীবনবিধান বই pdf |
Link: লাভ ক্যান্ডি বই pdf
দ্য কেয়ারিং হাজব্যান্ড বই pdf download
বিয়ের লগনে পাত্র – পাত্রীর প্রস্তাব – সম্মতির মাধ্যমে স্বামী – স্ত্রী দুইদেহ একপ্রাণে পরিণত হয়ে যায় । বিয়ের পবিত্র বন্ধনের মাধ্যমে দম্পতি যুগলের প্রত্যেকেই একে অপরের কাছে এই বলে ওয়াদাবদ্ধ হয়ে যায় যে— জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত পারস্পরিক বোঝাপড়া , সাহায্য সহযোগিতায় একে অপরের ছায়াসংগী হয়েই আজীবন থাকবে । উত্তমব্যাক্তি কখনোই তার কৃত প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না । তার ওয়াদার হেরফের করে না ।
কালের পরিক্রমায় সময় হয়তো কখনো কখনো খারাপ যেতেই পারে । তাই বলে কথার নড়চড় করা মোটেই শোভনীয় নয় । তার স্ত্রী যখন নবযৌবনা তরুণী ছিল- তখন তার অন্যকোনো সুদর্শন যুবককে বেছে নেয়ার সুযোগ ছিলো । কিন্তু সে তা না করে বর্তমান স্বামীকেই বেছে নিয়েছে । পরে স্ত্রীর বয়স একটু বেড়ে গেলে স্বামী যদি স্ত্রীকে ছেড়ে অন্য কোথাও গিয়ে সুখের তালাশ করে , এর চাইতে বড় অকৃতজ্ঞতা ও নেমকহারামি আর কিছুই হতে পারে না । যে স্ত্রী তিলে তিলে একটি সংসার গড়ে তুলেছে , তিনি কিছুতেই এটি মেনে নিতে পারবেন না যে , তাঁর স্বামী পরনারীর পেছনে ঘুরঘুর করবে ।
Link: বিয়ে-রেহনুমা বিনতে আনিস pdf
the caring husband bangla pdf book
যে স্ত্রী সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি করে সংসারের যাবতীয় কাজ নিজেই সম্পন্ন করে , সে কখনোই চাইবে না , অসুস্থতার সময় স্বামী তাকে এড়িয়ে চলবে , প্রেম – ভালোবাসা , যত্ন – আত্তি , সেবা – শুশ্রুষা থেকে বঞ্চিত করবে । , অস্বীকার করার জো নেই ; এই জগৎসংসারে এমন অসংখ্য অকৃতজ্ঞ মানুষের সন্ধান মিলবে ; যারা স্ত্রীর যৌবনকালের চোখ ধাঁধানো রূপসৌন্দর্যে বিমোহিত হয়ে বিয়ে করেছিলো । যতদিন রুপের জৌলুস ছিল , ততোদিন তো আদর – সোহাগের কমতি ছিলো না । কিন্তু যখনই যৌবনে কিছুটা ভাটা পড়লো , চেহারায় কিছুটা বয়সের ছাপ পরিলক্ষিত হলো , তখন তাকে আর মনে ধরে না । এটা বড়ই অবিচার ও অকৃতজ্ঞতার পরিচায়ক ।
Also Link: দ্য কেয়ারিং ওয়াইফ pdf
Download Now the caring husband pdf book
FAQ
1. দ্য কেয়ারিং হাজব্যান্ড বইটির লেখক কে?
মোঃ মতিউর রহমান
2. বইটি কোন প্রকাশনীর?
মিফতাহ প্রকাশনী
3. বইটির দাম কত?
রকমারিতে বইটির দাম ১৮৮ টাকা মাত্র ৷