titas ekti nadir naam book pdf download from Movitai.
তিতাস একটি নদীর নাম pdf download
বইঃ | তিতাস একটি নদীর নাম |
লেখকঃ | অদ্বৈত মল্লবর্মণ |
প্রকাশনীঃ | দি স্কাই পাবলিশার্স |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | চিরায়ত উপন্যাস বই PDF |
Link: পন্মা নদীর মাঝি উপন্যাস PDF
তিতাস একটি নদীর নাম-অদ্বৈত মল্লবর্মণ pdf download
অনেক নদী আছে বর্ষার অকুণ্ঠ প্লাবনে ডুবিয়া তারা নিশ্চিহ্ন হইয়া যায় । পারের কোনো হদিস থাকে না , সবদিক একাকার । কেউ তখন বলিতে পারে না এখানে একটা নদী ছিল । সুদিনে আবার তাদের উপর বাঁশের সাঁকোর বাঁধ পড়ে । ছেলেমেয়ে বুড়োবুড়িরা পর্যন্ত একখানা বাঁশে হাত রাখিয়া আর একখানা বাঁশে পা টিপিয়া টিপিয়া পার হইয়া যায় । ছেলে – কোলে নারীরাও যাইতে পারে । নৌকাগুলি অচল হয় । মাঝিরা কোমরে দড়ি বাঁধিয়া সেগুলিকে টানিয়া নেয় । এপারে ওপারে ক্ষেত ।
চাষীরা দিনের রোদে তাতিয়া কাজ করে । এপারের চাষী ওপারের জনকে ডাকিয়া ঘরের খবর জিজ্ঞাসা করে । ওপারের চাষী ঘাম মুছিয়া জবাব দেয় । গরুগুলি নামিয়া স্নান করিতে চেষ্টা করে । অবগাহন স্নান । কিন্তু গা ডোবে না । কাক – ম্লান করা মাত্র সম্ভব হয় কোন রকমে । নারীরা কোমরজলে গা ডুবাইবার চেষ্টায় উবু হইয়া দুই হাতে ঢেউ তুলিয়া নিচু – করা ঘাড়ে – পিঠে জল দিয়া স্লানের কাজ শেষ করে । শিশুদের ডুবিবার ভয় নাই বলিয়া মায়েরা তাদের জলে ছাড়িয়া দিয়াও নিরুদ্বেগে বাসন মাজে , কাপড় কাচে , আর এক পয়সা দামের কার্বলিক সাবানে পা ঘষে । অল্প দূরে ঘর ।
Link: প্রেমের উপন্যাস PDF
চিরায়ত উপন্যাস pdf book
পুরুষমানুষে ডাক দিলে এখান হইতে শোনা যাইবে ; তাই ব্যস্ততা নাই । কিন্তু সত্যি কি ব্যস্ততা নাই ? যে মানুষটা এক – গা ঘাম লইয়া ক্ষেতে কাজ করিয়া বাড়ি গেল , তার ভাত বাড়িয়া দিবার লোকের মনে ব্যস্ততা থাকিবেইত । দুপুরে নারীরা ঘাটে বেশি দেরি করে না । কিন্তু সকালে সন্ধ্যায় দেরি করে । পুরুষেরা এজন্য কিছু বলে না । তারা জানে এ নদী দিয়া কোনো সদাগরের নৌকার আসা – যাওয়া নাই । শীতে বড় কষ্ট । গম্ গম্ করিয়া জলে নামিতে পারে না । জল খুব কম । সারা গা তো ডোবেই না ; কোমর অবধিও ডোবে না । শীতের কনকনে ঠাণ্ডা জলে হুম্ করিয়া ডুবিয়া ভাসিয়া উঠিবার উপায় নাই ; একটু একটু করিয়া শরীর ভিজে । মনে হয় একটু একটু করিয়া শরীরের মাংসের ভিতর ছুরি চালাইতেছে কেউ ।
চৈত্রের শেষে খরায় খাঁ খাঁ করে । এতদিন যে জলটুকু অবশিষ্ট ছিল , তাও একটু একটু করিয়া শুষিতে শুষিতে একদিন নিঃশেষ হইয়া যায় । ঘামের গা ধুইবার আর উপায় থাকে না । গরুরা জল খাইতে ভুল করিয়া আসিয়া ভাবনায় কাতর হয় । মাঘের মাঝামাঝি সরষে ফুলে আর কড়াই মটরের সবুজিমায় দুই পারে নক্সা করা ছিল । নদীতেও ছিল একটু জল । জেলেরা তিন – কোণা ঠেলা জাল ঠেলিয়া চাঁদা , পুঁটি , টেংরা কিছু – কিছু পাইত । কিন্তু চৈত্রের খরায় এসবের কিছুই থাকে না । মনে হয় মাঘ মাসটা ছিল একটা স্বপ্ন । চারিদিক ধূ – ধূ করা রুক্ষতায় কাতরায় । লোকে বিচলিত হয় না । জানে তারা , এ সময় এমন হয় ।
Also Link: বন বালিকা- মুহম্মদ জাফর ইকবাল PDF
Download Now titas ekti nadir naam book pdf
[su_button url=”https://drive.google.com/uc?export=download&id=0BwXCUJq-widPOHNHbTFRVzBDaEk” target=”blank” background=”#dc0923″ wide=”yes” center=”yes” icon=”icon: download” icon_color=”#3df037″ desc=”Download Now” rel=”nofollow”]তিতাস একটি নদীর নাম বই PDF[/su_button]
FAQ
1. তিতাস একটি নদীর নাম লেখক?
অদ্বৈত মল্লবর্মণ
2. বইটির প্রকাশনী?
দি স্কাই পাবলিশার্স
3. বইটির দাম?
রকমারিতে বইটির দাম ২৪৯ টাকা মাত্র ৷