বনানী কবরস্থান pdf download | আবদুল্লাহ আল মামুন book pdf

5/5 - (5 votes)

bonani koborsthan by Abdullah Al Mamun Book pdf download from Movitai.

বনানী কবরস্থান Pdf Download

bonani koborsthan book pdf download
বইঃবনানী কবরস্থান
লেখকঃআবদুল্লাহ আল মামুন (কাইকর)
প্রকাশনীঃশিখা প্রকাশনী
ফরম্যাটঃপিডিএফ ফাইল(PDF)
ক্যাটাগরিঃথ্রিলার বই PDF

বনানী কবরস্থান বই Pdf Download

এএসআই আকিব অজ্ঞাত বাচ্চার পরিচয় বের করতে গুলশান – বনানীর মাঝামাঝি লেকের পাড়ে এলো । লেকপাড়ের আশেপাশে সিসি ক্যামেরা বেশ কয়েকটা । কিন্তু যেই বাচ্চার লাশ পাওয়া গেছে জঙ্গলে , তার আশেপাশে কোনো সিসি ক্যামেরা নেই । সিসিটিভি ফুটেজ দেখেও কিছু পাওয়া যায়নি । তবে এটা স্পষ্ট হয়েছে– বাচ্চাটা জঙ্গলের পাশেই ঘুমাতো রাত হলে । লেকপাড়ে ভিক্ষা করতো দিনের বেলা । ভিক্ষার টাকা একজন এসে প্রতিদিন রাত আটটার পর নিয়ে যেত ।

খাবার দিয়ে যেত একেকদিন একেকরকম । কোনোদিন পাউরুটি , কোনোদিন কলা- এসব । সম্ভবত যেদিন ভিক্ষা কম করতে পারতো , সেদিন পাউরুটি – কলা দিয়ে যেত । সিসিটিভি ক্যামেরার সেই ভদ্রলোককে ধরার জন্য পুলিশ খোঁজা আরম্ভ করেছে অনেক আগে থেকেই । ওই ভদ্রলোক এখন আর এখানে আসে না । পুলিশ তাকে খুঁজছে এটি সম্পর্কে সে হয়তো অবগত অথবা বাচ্চাটা মার্ডার হবার পর খানিকটা ভয় পেয়েছে । আকিব লেকপাড়ের রাস্তা দিয়ে হাঁটছে । সে ইউনিফর্ম পরে আসেনি I

বনানী কবরস্থান আবদুল্লাহ আল মামুন Pdf Download

বাদামি রঙের ফুলহাতা শার্ট আর কালো রঙের প্যান্ট পরে এসেছে । চোখে চশমা । তাকে দেখে বোঝার উপায় নেই সে পুলিশ । আকিব ভালো অনুসন্ধান করতে পারে । লেকপাড়ের রাস্তায় কয়েকটা প্রতিবন্ধী ছেলে বসে ভিক্ষা করছে । কারও এক হাত নেই , কারও পা নেই , কারও আঙুল নেই , কারও চোখ অন্ধ । অদ্ভুত ব্যাপার হচ্ছে , এরা সবাই বারো – তেরো বছর বয়সি বালক – বালিকা । এএসআই আকিব হাতে করে চকলেট নিয়ে এসেছে । বেশিরভাগ বাচ্চাদের চকলেট অনেক পছন্দের । পা নেই একটা ফরসা দেখতে ছেলেকে জিজ্ঞেস করলো আকিব , —তুমি কি এখানে প্রতিদিন বসে থাকো ? ছেলেটা গলার রগ ফুলিয়ে বললো , ‘ বইসা থাকি না । ভিক্ষা করি ।

বইসা থাকলে ভাত পামু কই ? ‘ আকিব মৃদু হেসে বললো , ‘ ওহ , আচ্ছা । ‘ —এখানে কয়েকদিন আগে মার্ডার হয়েছে একটা ছেলে ! সে এ কথা বলতেই পাশ থেকে আরেকটা ছেলে বলে উঠলো , ‘ ও তো আমাগো বন্ধু আছিল । জামশেদ । আকিব এবার অন্য প্রশ্ন করলো , ‘ চকলেট পছন্দ করো তুমি ? ‘ ছেলেটা বললো , ‘ অপরিচিত কারও দেওয়া কিছু খাই না । ভিক্ষা দিলে নিতে পারি । ‘ আকিব পকেট থেকে একশো টাকার নোট বের করে পাশাপাশি দুজনকেই দিলো পঞ্চাশ টাকা করে । আকিব বললো , ‘ তোমাদের একটা কথা জিজ্ঞেস করবো । বলবে ? —জি , কন । তাড়াতাড়ি কন । আকিব নিচু স্বরে বললো , ‘ জামশেদকে মেরেছে কে তোমরা জানো ? ‘ ছেলে দুটো একসাথে জোর গলায় বললো , ‘ জানলে তো ওই বান্দির পোলারে কাইটা ফালাইতাম । ‘ আকিব আবারও জিজ্ঞেস করলো , ‘ জামশেদ তোমাদের সাথে থাকতো না ? ‘

Download Now bonani koborsthan Book Pdf

FAQ

1. বইটির লেখক?

আবদুল্লাহ আল মামুন (কাইকর)

2. বইটির প্রকাশনী?

শিখা প্রকাশনী

3 . বইটির পেজ সংখ্যা কত?

১৬০ টি

4. বইটি কোন ক্যাটাগরির?

থ্রিলার book pdf

বইটির দাম কত?

রকমারিতে বইটির দাম ২৭০ টাকা মাত্র ৷