chader pahar by Bivutivushon Bondopadhai book pdf download from Movitai.
চাঁদের পাহাড় pdf download
বইঃ | চাঁদের পাহাড় |
লেখকঃ | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
প্রকাশনীঃ | প্রপা প্রকাশন |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
ক্যাটাগরিঃ | শিশু-কিশোর উপন্যাস বই PDF |
Also Link: আমি তপু-মুহম্মদ জাফর ইকবাল বই PDF
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই pdf download
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর জনপ্রিয় বইসমূহঃ
বই | পিডিএফ |
---|---|
1. আদর্শ হিন্দু হোটেল | |
2. পথের পাঁচালী | |
3. ইছামতী | |
4. চাঁদের পাহাড় | |
5. আরণ্যক | |
6. আম আঁটির ভেঁপু | |
7. অপরাজিত |
চিরায়ত উপন্যাস pdf download
আরও জনপ্রিয় কিছু চিরায়ত উপন্যাস,,
1. মেমসাহেব-নিমাই ভট্টাচার্য PDF Link
2. আবু ইব্রাহীমের মৃত্যু-শহীদুল জহির PDF Link
3. শেষেরকবিতা-রবীন্দ্রনাথ ঠাকুর PDF Link
4. পরিণীতা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF Link
5. পদ্মা নদীর মাঝি-মানিক বন্দ্যোপাধ্যায় PDF Link
চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় pdf download
চাঁদের পাহাড় বই রিভিউঃ
ভারত বাংলার এক নিভৃত পল্লী গাঁয়ের সহজ সরল প্রাণোচ্ছ্বল ছেলে সঙ্কর । এফ.এ পাশ করা গাঁয়ের ফুটবলের নামকরা সেন্ট্রাল ফরোয়ার্ড , নামজাদা সাঁতারু সঙ্করের দিনগুলো কাটছিল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে , ঘুমিয়ে আর বাঁওড়ে মাছ ধরে । এমন সময় সঙ্করের মা একদিন তাকে বলেন যে , তার বাবার শরীর ভালো নয় কাজেই সঙ্করকে একটা চাকরীর চেষ্টা করতে হবে । মায়ের কথাটা সঙ্করেকে ভাবিয়ে তুলেছে । কে তাকে চাকরি দেবে ? সে চেনেই বা কাকে ? সঙ্করদের গ্রামের এক ভদ্রলোক পাটকলে চাকরি করতেন তার বিশেষ সুপারিশে সঙ্কর পাটকলের কেরানির পদে চাকরি পায় কিন্তু সঙ্করের মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর , দূর দেশে শত শত দুঃসাহসিক কাজের মাঝখানে । লিভিংস্টোন , স্ট্যানলির মতো , হ্যারি , জনস্টন মার্কো পোলো , রবিনসন ক্রুসোর মতো ।
আসলে বাঙালী যে সৃষ্টিই হয়েছে কেরানী , স্কুলমাষ্টার , ডাক্তার বা উকিল হবার জন্য । অজ্ঞাত অঞ্চলের অজানা পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা । কাজেই সঙ্কর নিজের নিয়তিকে মেনেই নিয়েছিল পাটকলের কেরানি হিসেবে । তারপর দৈববলে একদিন সঙ্কর তার স্বপ্নের দেশ আফ্রিকায় একটি রেলওয়ে কনস্ট্রাকশনের কাজ পেয়ে যায় । উগান্ডার মোম্বাসা থেকে রেলপথ গিয়েছে কিসুমু – ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের ধারে — তারই একটা শাখা লাইন তৈরি হচ্ছিল আর সঙ্কর সেখানেই একটি কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোরকিপার হয়ে এসেছে । উগান্ডার এই অঞ্চল সিংহের রাজ্য । সিংহের লোলুপ রক্তক্ষুধায় প্রান হারায় আফ্রিকায় সঙ্করের একমাত্র বাঙালি বন্ধু তিরুমলসহ ক্যাম্পের কয়েকটি আফ্রিকান কুলি ।
চাঁদের পাহাড় উপন্যাস pdf download
সিংহের উপদ্রব আর বর্ষাকালের আগমনে সেখান থেকে ক্যাম্প সরিয়ে নেয় কনস্ট্রাকশন বোর্ড । এখান থেকে ৩০ মাইল দূরে একটি ছোট্ট স্টেশনের স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সঙ্কর সেখানে চলে গেল । এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী । আফ্রিকার গহীন মরু অঞ্চলের সেই একমাত্র মানুষ । দিনে একটিমাত্র ট্রেন সেটি চলে গেলেই গহীন মরুর বুকে সঙ্করের সঙ্গী বিপদ আর ভয় । হিংস্র সিংহ আর আফ্রিকার সবচেয়ে বিষধর সাপ ব্লাক মাম্বার হাতে প্রাণ হারাতে বসেছিল সঙ্কর কিন্তু তবুও সঙ্করের কোন ভাবান্তর নেই কেননা এই জীবনই যে সঙ্কর চেয়েছিল । বিপদসংকুল মরুর বুকেও সঙ্কর রাইফেল হাতে ঘোড়ায় চেপে ঘুরে বেড়ায় যেন বিপদকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় । একদিন মরুর বুকে মুমূর্ষু অবস্থায় ডিয়াগো আলভারেজ নামের এক পর্তুগিজ প্রসপেক্টরকে খুঁজে পায় সঙ্কর যা পরবর্তীতে সঙ্করের জীবনকে আমূল পাল্টে দেয় । অসুস্থ আলভারেজকে চিকিৎসা করে সারিয়ে তুলে সঙ্কর জনমানবহীন মরুভূমিতে একজন সঙ্গী পেয়ে যায় ।
গল্পে গল্পে সঙ্কর জেনে ফেলে আলভারেজ একজন দক্ষ অনুসন্ধানী । আফ্রিকার মরু , অরণ্য , পাহাড় পর্বত সবকিছুই তার নখদর্পণে । হঠাৎ করেই একরাতে আলভারেজ সঙ্করকে প্রস্তাব দেয় তার সঙ্গে হীরার খনি ” মাউন্টেন অব দি মুন ” এর খোঁজে যাবার জন্য । সঙ্করও কালবিলম্ব না করে আলভারেজের প্রস্তাবে রাজি হয়ে যায় । পরদিনই চাকরিতে ইস্তফা দিয়ে সঙ্কররা বেড়িয়ে পরে তাদের অভিযানে । বিপদ সংকুল অরণ্য মাড়িয়ে দুর্গম পর্বতশৃঙ্গ পেড়িয়ে সঙ্কর ও ডিয়াগো আলভারেজ এগিয়ে চলে তাদের স্বপ্নের ” মাউন্টেন অব দি মুন ” -এর খোঁজে । পথে আফ্রিকার আদিম উপজাতি মাসাইদের এলাকা জুলু ভিলেজে আতিথিয়তা গ্রহণ করে সঙ্কর ও আলভারেজ । গোত্র প্রধানকে তারা তাদের অনুসন্ধানী উদ্দেশ্যের কথা বলতেই তিনি তার ঘোর বিরোধীতা করে জানান যে , যারা ” মাউন্টেন অব দি মুন ” এর খোঁজে যায় তারা আর কখনো ফিরে আসে না । বুনিপ নামের এক অপদেবতা আছে ঐ এলাকার রক্ষি হিসেবে , বুনিপের এলাকা থেকে কেউ ফিরে আসতে পারে না ।
চাঁদের পাহাড় pdf free download
কিন্তু স্বপ্নের আস্বাদ পেতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানান বিপদ সংকুল পথে দিনরাত তারা এগিয়ে যায় রত্নের খোঁজে । দিনের পর দিন মাসের পর মাস আফ্রিকার অজানা অরণ্যে চলতে চলতে ফুরিয়ে যায় তাদের রসদ সামগ্রী- খাদ্য , বন্দুকের টোটা । এভাবে একদিন তারা পৌঁছে যায় বুনিপের এলাকায় । সঙ্করের জীবনের বিপত্তি ঘটে এখানেই । সারা জীবনের হীরার খনি আবিষ্কারের স্বপ্নকে অসম্পূর্ণ রেখে বুনিপের হাতে প্রাণ হারায় ডিয়াগো আলভারেজ 11 আলভারেজকে হারিয়ে সঙ্কর গুপ্তধনের সন্ধান করা ছেড়ে দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল । সেখান থেকে উত্তর – পূর্ব দিকে অরণ্য পেরিয়ে রয়েছে ভয়ঙ্কর কালাহারি মরুভূমি , মরুভূমির পর চিমানিমানি পর্বত পেরোলেই দঃ রোডেসিয়া এমনটাই এক রাতে ম্যাপ দেখার সময় আলভারেজ সঙ্করকে বলেছিল । একটি বন্দুক এবং অবশিষ্ট অল্প কিছু সংখ্যক টোটা নিয়ে সঙ্কর ফিরে যাওয়ার পথ ধরল ।।
Link: অপারেশন নীলাঞ্জনা PDF
Download Now chader pahar book pdf
[su_button url=”https://drive.google.com/file/d/1j4Pj4LwYo4K0hJgWLpR4U5pGAPwjzO_M/view” target=”blank” background=”#dc0923″ wide=”yes” center=”yes” icon=”icon: download” icon_color=”#3df037″ desc=”ডাউনলোড করুন” rel=”nofollow”]চাঁদের পাহাড় বই PDF[/su_button]
FAQ
1. বইটির লেখক?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
2. বইটির প্রকাশনী?
প্রপা প্রকাশন