Magic movie/ম্যাজিক রাজা চন্দ কর্তৃক পরিচালিত চমৎকার একটি ভারতি বাংলা মুভি ৷ মুভিটিতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, পায়েল সরকার সহ অনেকেই ৷ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সেরা কিছু মুভি তালিকায় রয়েছে ম্যাজিক ৷ এরকম আরও মুভি লিংক পেতে আমাদের সাথেই থাকুন ৷
ম্যাজিক ফুল মুভি | Magic full movie
ম্যাজিক মুভি ডিটাইলস
পরিচালকঃ | রাজা চন্দ |
---|---|
প্রযোজকঃ | সুমন সেনগুপ্ত |
রচয়িতাঃ | অর্ণব ভৌমিক বিভাস দাস অনুভব ঘোষ |
শ্রেষ্ঠাংশেঃ | অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, পায়েল সরকার |
সুরকারঃ | ডাব্বু প্রসেনজিৎ ঘোষাল |
প্রযোজনা কোম্পানিঃ | এসএসজি এন্টারটেইনমেন্ট |
মুক্তিঃ | ১২ ফেব্রুয়ারি ২০২১ |
মেজিক বাংলা ফুল মুভি | magic movie download in bengali
Magic Full HD Movie Watch
মুভি প্রেমিকদের জন্য নিয়ে আসলাম আরেকটি দারুন মুভি (ম্যাজিক/Magic) ৷ মুভিটি খুবুই জনপ্রিয়, দর্শক মাতানো এবং আলোচিত একটি মুভি ৷ আপনারা হয়তো অনেকেই মুভিটি খুজছেন ইউটিউবে বা ওয়েবসাইটে ৷ কিন্তু কোথাও পাচ্ছেন না ৷ তাই বলেকি মুভিটি দেখা হবে না ৷ তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুভিটির Full HD ভার্সন ম্যাজিক বাংলা ফুল মুভি ৷

আঙ্কুশের মুভি ডাউনলোড । Ankush All Movie Watch & Download
ম্যাজিক ভারতি বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি । এই মুভিটি রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
ভারতি বাংলা মুভি | Latest Bengali kolkata movie
আপনার জন্য আরও কিছু মুভিঃ
1. মিস কল ফুল মুভি |
2. কেলোর কীর্তি ফুল মুভি |
3. অভিমান ফুল মুভি |
4. রকি ফুল মুভি |
5. লে হালুয়া লে ফুল মুভি |
ম্যাজিক ফুল মুভি ডাউনলোড | Magic movie download
ম্যাজিক মুভি কিভাবে অনলাইনে দেখবেন এবং ডাউনলোড করবেন, তা একনজর দেখে নিন ৷
মুভিটি দেখতে অথবা ডাউনলোড করতে নিচের নিয়মগুলো ফলো করুন, অন্যথায় কিছুই বুজতে পারবেন না৷
1.প্রথমে নিচে দেওয়া লিংটি সম্পূর্ণ কপি করুন—
https://drive.google.com/file/d/1-4WPQfQg3QY9MZsRC_Fs7rJ1QdzZf5fQ/view
2. তারপর যেকোনো একটি ব্রাউজারে( Chrome browser, Opera mini, Uc browser) লিংটি পেস্ট করুন এবং ok করুন
3. তারপর নিচে ছবিটির মতো একটি ইন্টারপেজ আসবে ৷ আপনি যদি মুভিটি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করুন ৷ আর যদি অনলাইনে মুভিটি দেখতে চান প্লে বাটনে ক্লিক করে দেখতে থাকুন৷ HD Movie

তারপরও যদি কারও কোথাও বুঝতে অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করুন৷ আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করার চেষ্ঠা করবো৷
বিঃদ্রঃ আমাদের সকল ফাইলগুলো অনলাইন থেকে সংগ্রহ করা ৷ আমরা ফাইলগুলো কখনও আপলোড অথবা এডিট করে থাকি না ৷ অনলাইনে শেয়ারকৃৃৃৃত ফাইলটি আমরা গুগুলে ইনডেক্স করেছি মাত্র৷ তারপরও যদি কারো কোনো আপত্তি থাকে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন৷
মেজিক ফুল মুভি ডাউনলোড | Magic bengali full movie
সূর্যাস্তের পূর্ববর্তী এমন পড়ন্ত বেলায় যখন গ্রামের সমস্ত ছেলেমেয়েরা একত্র হয়ে হইচইয়ে ব্যস্ত আর তাদের নিজ নিজ দক্ষতা প্রকাশে খেলায় মগ্ন হয়ে আছে , যখন তাদের এলাহি হইচইয়ে সবুজ ঘাসে আবৃত বিলের এপাশ দর্শকবিহীন আনন্দ উল্লাসে মেতে উঠছে , তখনো এমন দুরন্ত বেলায় চিন্তিত হয়ে আলাওল কবিতার ছন্দ মেলাতে ব্যস্ত রয় হিজল গাছের গোঁড়ায় মোটা শেকড়ে বসে । সামনে গ্রামের সমবয়সীরা এদিক ওদিক ছোটাছুটি করে আর আলাওল কী এক মনোযোগে ওপরে তাকিয়ে আকাশ দেখে , আকাশের মেঘ ও নিথর হয়ে আসা আলো অনুভব করে সে ভাবুক হয়ে কী যেন ভাবে , আবার আশপাশে চারদিকেও তাকায় সে , তাকিয়ে তাকিয়ে দেখে আর সে ছন্দের জাদুতে তার হাতে থাকা সাদা খাতায় কিছু একটা লেখতে চেষ্টা করে , তার মন ও মনোযোগ তখন কবিতার খাতায় শ্বেত রঙে ডুবে গিয়ে কল্পনা সওয়ার হয় আর তখন উন্মুক্ত বিলের উল্লাসিত ছেলেমেয়েদের হইচইয়ের সীমানা পাড়ি দিয়ে চলে যায় সে ভাবের দেশে ।
কল্পনার সীমাহীন সেই ভাবের দেশে গিয়ে সে তার মনের মতো প্রকৃতি আঁকতে চেষ্টা করে , চেষ্টা করে মনের মতো কোনো ঘটনা ঘটাইতে । সেই কল্পনার ভুবন আর বিকেলের এই পড়ন্ত বেলা মিলেমিশে তখন তার ভাবনাকে নিয়ে যায় প্রকৃতির খুব গভীরে অথবা অন্য কোথাও , যেখানে সে মনের মতো তেমন কিছুই পায় না , মনের মতো কিছু না পাইয়া সে উশখুশ করে তখন , আর উদাস হয়ে আবার আশপাশে তাকায় , দেখে চারদিক । তার ভাবনা যেইখানেই পতিত হোক না কেন , তার উদ্দেশ্য থাকে কবিতা লেখা । আলাওল বিকালের নিথর আলোয় বৃক্ষশাখায় , এদিকে ওদিকে মাটি ও শূন্যে বিচরণ করা পাখির কিচিরমিচির শুনে তার কবিতায় নিয়ে আসতে চায় কবিতার সুর , সেই সুর কীভাবে লেখা যায় , তাই নিয়ে ভাবে সে অনেকটা সময় । অনেকটা সময় নীরব থাকার পর সে তার সামনে বিলের প্রশস্ত প্রকৃতির শনশন বাতাস অনুভব করে , দূরের গাছগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে সে ভাবে , কী লিখা যায় এখন ।
কবিতা রচনার অনুকূল ভাব তৈরি করতে সে যথাসাধ্য সব চেষ্টাই করে , কিন্তু কিছুতেই তার ভাব আসে না , তারপরও সে তার অনুভবকে বোঝাতে চায় তার চারপাশে যা কিছু আছে সবই সুন্দর ও মনোরম , আর তারপর সে তার কল্পনাকে সৌন্দর্যের মনোরম হাওয়ায় ভাসায় , তার কল্পনা তখন ভাসতে ভাসতে ে স্থির হয় অথবা বিলীন হয়ে যায় , তা সে টের পায় না । তারপর হঠাৎ কবিতার ভাব চলে আসে তার , আর তখন সে লেখতে থাকে খুব দ্রুত , তখন সে তার আঙুলের নিচে রাখা সাদা শূন্য থাকা খাতায় অনেক কিছুই লেখে , যা সে কখনওই আগে ভাবে নাই । কল্পনা – বিলাসে আর মনগড়া ঘটনা ধারায় সে কবিতা লেখতে থাকে , কবিতা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে কোনোদিকেই আর তাকায় না , সে জানে শুধু কবিতা রচনার শক্তি থাকলেই হয় না , সেই শক্তিকে সৌন্দর্যে রূপান্তরিতও করতে হয় , সেই সৌন্দর্য একবার ধরা দিলে , সেই সৌন্দর্য বিভোর হয়েই কবিতার সবটুকু লিখে শেষ করতে হয় ।
আলাওল আরো জানে , সৌন্দর্য আর ভাব দীর্ঘস্থায়ী হয় না , একবার ভাব চলে গেলে আর সেই ভাবের নাগাল পাওয়া যায় না কখনও , হয়তো অন্য ভাব আসে কোনো কোনো সময় , কিন্তু সেই ভাবটা হয় অন্য রকমেই , আলাওল জানে পৃথিবীতে বহু মানুষেরই বসবাস , এই অগণিত মানুষের মধ্যে মাত্র কয়েক জনেরাই পায় ভাব ও সৌন্দর্য প্রকাশের ক্ষমতা , এই ক্ষমতা যাদের থাকে তারাই জানে শক্তি কী করে সৌন্দর্য হয়ে ওঠে , আর এই সৌন্দর্য ও ভাব কীভাবে বাক্যে বাক্যে লিখতে হয় , এই সৌন্দর্য আর অপ্রকাশিত ভাব যে ভালোভাবে লিখতে পারে সেই হয় কবি ।
FAQ
1. How to download or watch movie?
কিভাবে আপনারা মুভিটাই ওয়েবসাইটে যেকোনো মুভি ডাউনলোড অথবা অনলাইনে সহজে দেখতে পারেন তা দেখার জন্য আমাদের এই টিউটরিয়ালটি একটু দেখে আসুন ৷